আজ খবর ডেস্ক- অক্টোবর মাস থেকেই একশো শতাংশ যাত্রী নিয়ে পরিষেবা চালাবে অন্তর্দেশীয় বিমান সংস্থাগুলি। চলতি মাসের আঠেরো তারিখ থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানা গিয়েছে।

আপাতত আশি শতাংশ যাত্রী নিয়ে এই পরিষেবা দেয় বিমান সংস্থাগুলি। গত বছরের মে মাস থেকে যাত্রী বহন ক্ষমতা কমিয়ে আনা হয়েছিল বিমানে। তবে করোনা পরিস্থিতি ভারতের অন্যান্য প্রান্তে কিছুটা শিথিল হতেই এবং যাত্রীদের চাহিদা মেটাতে নতুন করে সম্পূর্ণ আসন সংরক্ষণের ব্যবস্থা চালু করতে চলেছে বিমান সংস্থাগুলি। বিমান মন্ত্রকের তরফ থেকে এই ঘোষণা করা হয় এদিন।

পাশাপাশি বিমান সংস্থাগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে সম্পূর্ণ আসন সংরক্ষণ করার পরেও পরিষেবা দেওয়ার সময় যেন করোনা বিধিকে সম্পূর্ণ মান্যতা দেওয়া হয়।

ইতিমধ্যেই সমস্ত বিমানবন্দর এবং বিমান পরিচালনা সংস্থাগুলিকে এই নির্দেশ পাঠানো হয়েছে সরকারের তরফে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *