শারীরিক মিলন প্রত্যেক পুরুষ এবং নারীর কাছেই আকর্ষণের বিষয়। জীবনের একটি অতি গুরুত্বপূর্ণ দিক হল শারীরিক সম্পর্ক৷ স্বামী-স্ত্রীর মধুর দাম্পত্য অনেকাংশেই তাদের শারীরিক সম্পর্কের ওপরে নির্ভরশীল হয়৷

শারীরিক সম্পর্কে পুরুষ এবং নারীর দৃষ্টি ভঙ্গী, মানসিকতা বা চাওয়া কিন্তু এক রকম হয় না । দুজনের পরিতৃপ্তির পথও আলাদা আলাদা । শারীরিক মিলন কালীন বিভিন্ন পর্যায় পুরুষ ও নারীকে পৃথক ভাবে আকর্ষন করে৷

সাম্প্রতিক একটি গবেষনায় উঠে এসেছে, শারীরিক মিলনের বিভিন্ন পর্যায় গুলির মধ্যে মহিলাদের কাছে সব থেকে বেশী আকর্ষণীয় হল মিলনের পরবর্তী সময়ে সঙ্গীর সান্নিধ্য । অর্থাৎ foreplay, intimate interaction পর্যায়ের থেকেও তাদের বেশী ভালো লাগে cuddle time …. অর্থাৎ মিলনের পরে সঙ্গীকে অনেক ক্ষণ জড়িয়ে ধরে রাখতে মহিলারা বেশী পছন্দ করেন৷

প্রায় বেশীর ভাগ মহিলারাই শারীরিক মিলনের পরে একান্ত ঘনিষ্ঠ মুহুর্ত চায়৷ সে চাহিদায় তারা পরিতৃপ্ত না হতে পারলে তাদের সঙ্গীর শারীরিক সংসর্গ তাদের খুশী করতে পারে না৷ এই অতৃপ্তির কারণে বেশীর ভাগ মহিলারই তার পুরুষ সঙ্গীটিকে স্বার্থপর বলে মনে হয়৷ কারণ তাদের মতে শারীরিক মিলন পরিতৃপ্তির সঙ্গে মানসিক সান্নিধ্যও সম্পর্কের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ৷ আর মানসিক ছোঁয়া তারা অনুভব করেন মিলন পরবর্তী সান্নিধ্যের মাধ্যমে৷ মনোবিদরা বলছেন, অনেক বিবাহিত নারীই অতৃপ্ত থাকেন। কারণ ব্যস্ত সময়ে রাতেও ল্যাপটপ অথবা মোবাইল নিয়ে কাজে ব্যাস্ত থাকেন সঙ্গী। সময়মতো স্বামীর সান্নিধ্য থেকে বঞ্চিত হন অনেক বিবাহিত নারী। ফলে বাড়ছে পরকীয়া। অনেক বিবাহিত নারীই পরিতৃপ্তির জন্য বেছে নিচ্ছেন অন্য পুরুষ সঙ্গীকে। তাই পুরুষরা শুনছেন, এবার আরেকটু বেশি সময় দিন আপনার সঙ্গিনীকে ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *