৬ ই আগষ্ট হিরোসিমা দিবসের আগে এ যেন মিনি হিরোসিমা! বহু মানুষ হতাহত, হাসপাতালে গিজগিজে ভীড়।

যেন ভূমিকম্প, কয়েক কিলোমিটার দূর থেকে শোনা গেল কর্ণভেদী আওয়াজ, বধির হয়ে গেল কান, কেঁপে উঠল ঘরবাড়ি, ভেঙে উড়তে লাগল কাঁচের জানালা,তৈরী হলো বিরাট গহ্বর।

বিস্ফোরণের কারণ সম্পর্কে বলা হচ্ছে , বেইরুট পোর্টে বিস্ফোরক গুদামে বিস্ফোরণ। একটি মাদক ভর্তি জাহাজ আটক করা হয়েছিল। সন্দেহ করা হচ্ছে, ওই জাহাজের অন্দরে ২৭৫০ টন অ্যামোনিয়াম নাইট্রেট ছিল। যা থেকে এই বিস্ফোরণ।
বেইরুট এর রাস্তা এখন জনমানব শূন্য। হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্র গুলোতে মানুষের ভিড়, হাহাকার, রক্ত আর কান্না। এই বিস্ফোরণের ফলে যে কম্পন অনুভূত হয়েছে রিখটার স্কেলে তার পরিমাপ ৩.৫ । ছয় বছর ধরে অ্যামোনিয়াম নাইট্রেট ভর্তি এই জাহাজ আটক অবস্থায় রাখা ছিল একটি গুদামে।
যদিও ইতিমধ্যেই ডোনাল্ড ট্রাম্প এটিকে একটি নাশকতা ও সন্ত্রাসবাদি হামলা বলে সন্দেহ প্রকাশ করেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *