আজ খবর ডেস্ক- মানুষের দান করা অঙ্গ-প্রত্যঙ্গ কাজে লেগেছে মানুষেরই, এ অত্যন্ত সাধারণ। কিন্তু শুয়োরের অঙ্গ মানুষের শরীরে বসিয়ে তা কাজ করার কথা শুনেছেন কখনও? এমনটাই ঘটল।

শুয়োরের কিডনি প্রতিস্থাপন করা হল মানুষের শরীরে। বিজ্ঞানের অবিশ্বাস্য কর্মকান্ড। এখানেই শেষ নয়, প্রতিস্থাপনের পর যথেষ্ট ভালো ভাবে কাজ করছে মানুষের শরীরে ওই কিডনি।

এনওয়াইইউ ল্যানগণ ট্রান্সপ্ল্যান্ট ইনস্টিটিউটের ডিরেক্টর, ডা: রবার্ট মন্টোগোমারি বলেন, শুয়োরের শরীরের নানান রকম অঙ্গ-প্রত্যঙ্গ যেমন হার্ট, কিডনি আকারে বৃদ্ধি ঘটানোর গবেষণা চলছে। ভবিষ্যতে শুয়োরের অঙ্গ-প্রত্যঙ্গ মানুষের শরীরে বসিয়েও চালানো যাবে কাজ। এই ক্ষেত্রে কিডনি প্রতিস্থাপন সম্পূর্ণরূপে সফল হলে হৃদযন্ত্র প্রতিস্থাপনের কথা ভেবে দেখবেন চিকিৎসকরা।

আমেরিকার চিকিৎসকদের একাংশ বলছেন, আমেরিকার মতো জায়গায় কোনও মানুষ কিডনি, ফুসফুস বা হৃদ যন্ত্রের সমস্যায় পড়লে প্রতিস্থাপন করার যথাযোগ্য ব্যক্তিকে পাওয়া যায় না। তাই গবেষণাগারেই বিশেষভাবে এই শুয়োরগুলোকে পালন করা হবে। কৃত্তিম উপায়ে তাদের শরীরে ফুসফুস, কিডনি ইত্যাদি আয়তনে বড় করা হবে, যাতে প্রয়োজন পড়লে তাদের থেকে অঙ্গ-প্রত্যঙ্গ নিয়ে মানুষের শরীরে প্রতিস্থাপন করানো যেতে পারে। জীন বিদ্যার সাহায্যে অঙ্গ-প্রত্যঙ্গ বানিয়ে তা শুয়োরের শরীরের প্রথমে প্রতিস্থাপন করা হবে এবং পরে তা ব্যবহৃত হবে মানুষের শরীরে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *