আজ খবর ডেস্ক:

হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান উৎসব দুর্গাপুজো। তবে বাঙালির কাছে দুর্গাপুজো শুধুই পুজো নয়, বরং এই উৎসব বাঙালির আবেগ। দেশের বিভিন্ন প্রান্তে থাকা বাঙালি এই উৎসবে একজোট হয়ে সপরিবারে মেতে ওঠে পুজোর আনন্দে। সুতরাং এই উৎসব শুধু আনন্দেরই নয়, এই উৎসব ঐক্যের ও সম্প্রীতির।

তবে শুধু ভারত নয়, মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশেও ধুমধাম করে পালন করা হয় দুর্গাপুজো। প্রতিবছরের মতো এবছরও কোভিডের কথা মাথায় রেখে বাংলাদেশে দুর্গাপুজোর আয়োজন করা হয়েছে।

ইউনাইটেড নিউজ অফ ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী গোটা বাংলাদেশ জুড়ে এবছর মোট ৩২ হাজার ১১৮ টি জায়গায় দুর্গাপুজো হচ্ছে। তার মধ্যে শুধু মাত্র রাজধানী ঢাকাতেই পুজো হচ্ছে ২৩৮ টি। তার মধ্যে ঢাকার কয়েকটি বিখ্যাত পুজো যেমন -দক্ষিণেশ্বর ন্যাশানাল টেম্পল, রামকৃষ্ণ মিশন ও মঠ, কলাবাগান, বানানাই, শাঁখারী বাজার, রমনা কালী মন্দির বরাবরই আকর্ষণের সেখানকার মানুষের মূল আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে থাকে। সেই জায়গা গুলোতেও পুজোর আয়োজন করা হয়েছে।

পুজো উপলক্ষে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ আগেই বিবৃতির প্রকাশ করে ছিল। তারাও উৎসব চলাকালীন দর্শনার্থীদের যথার্থ কোভিড বিধি মেনে পুজো পালনের অনুরোধ জানায়।

সুতরাং শুধু ভারত নয়, ১১ই অক্টোবর থেকে ১৫ ই অক্টোবর পর্যন্ত পুজোর ৫ টা দিনে শারদীয়ার উৎসবে মাতছে বাংলাদেশও।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *