আজ খবর ডেস্ক- জাল চিকিৎসক গ্রেফতার বঙ্গে। এক জেলার ভুয়ো চিকিৎসক পালিয়ে লুকিয়ে ছিলেন অন্য জেলায়। আর সেখান থেকেই গ্রেফতার হলেন ওই ব্যক্তি। বাঁকুড়া জেলা থেকে লুকিয়ে রায়গঞ্জে গা ঢাকা দিয়েছিলেন, তবে শেষ রক্ষা হয়নি। দুই জেলা পুলিশের যৌথ সমন্বয়ে পুলিশের জালে এলেন অবশেষে।

সুদীপ্ত সর্দার নামে ওই জাল চিকিৎসক অন্য চিকিৎসকের রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে ব্যবসা চালাচ্ছিলেন বলে অভিযোগ। এই অভিযোগ পেয়ে তাকে খুঁজতে শুরু করে বড়জোড়া থানার পুলিশ।

পুলিশ তাকে খুঁজছেন এই খবর পেয়ে তড়িঘড়ি গা-ঢাকা দেয় সুদীপ্ত সরকার। এরপর সূত্র মারফত পুলিশের কাছে খবর আসে, জলপাইগুড়ির রায়গঞ্জ থানার এলাকায় লুকিয়ে বসে আছেন ওই ভুয়ো চিকিৎসক।

শুরু হয় তল্লাশি, অভিযুক্তর ছবি পাঠানো হয় জলপাইগুড়ি জেলা পুলিশের কাছে। এরপরই সোমবার যৌথ অভিযান চালিয়ে চিহ্নিত করা ওই জাল চিকিৎসককে। যৌথভাবে গ্রেফতার করে রায়গঞ্জ ও বড়জোড়া থানার পুলিশ। অভিযুক্তকে গ্রেফতার করে আদালতে তুলে ট্রানজিট রিমান্ড নিয়ে তাকে বাঁকুড়ার উদ্দেশ্যে রওনা হয়েছে বড়জোড়া থানার পুলিশ।

ওই ঘটনায় জলপাইগুড়ি পুলিশ সুপার দেবর্ষি দত্ত বলেন, সুদীপ্ত সর্দার নামে এই ব্যাক্তির বিরুদ্ধে বাঁকুড়া জেলার বড়জোড়া থানায় অভিযোগ ছিল। ওই ব্যাক্তি জলপাইগুড়ি জেলায় লুকিয়ে থাকতে পারে এমন খবর আসার পর তার ছবি নিয়ে তদন্ত শুরু হয়। এরপর অভিযুক্তকে চিহ্নিত করার পর এদিন দুই জেলার পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *