আজ খবর ডেস্ক- কিছুদিন আগেই বেড়েছিল গ্যাস সিলিন্ডারের দাম আর এবার মধ্যবিত্তের ফের মাথায় হাত। এক ধাক্কায় বাড়ল পেট্রোল ও ডিজেলের দাম।

২৯ পয়সা বেড়ে পেট্রোলের দাম দাঁড়ালো ১০৩.৩৬ পয়সা অন্যদিকে ৩০ পয়সা বেড়ে ডিজেলের দাম দাঁড়ালো ৯৪.১৭ পয়সা হলো কলকাতায়। ক্রমেই বেড়ে চলেছে পেট্রোপণ্যের দাম। যদিও ঠিক কী কারণে এত দাম বেড়ে চলেছে তা স্পষ্ট না থাকলেও এবার তা সামনে আসতে শুরু করেছে।

ভারতে আকাশছোঁয়া পেট্রোল-ডিজেলের দাম সেই নিয়ে চিন্তায় মাথায় হাত ব্যবসায়ীদের। প্রসঙ্গত কিছুদিন আগেই দাম বেড়েছিল বাণিজ্যিক গ্যাস ও গ্যাস সিলিন্ডারের। আর উৎসবের মুখেই এতটা মহার্ঘ জ্বালানি। তবে কেন্দ্রের তরফ থেকে জানানো হয় বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ক্রমেই বাড়ছে তাই ভারতের পক্ষে তেলের দাম কমানো সম্ভব নয়।

যে তথ্য সামনে এসেছে তা কার্যত চমকে দেওয়ার মতো। ৮৫ শতাংশ জ্বালানি বিদেশ থেকে কিনতে হয় ভারতকে। অন্যদিকে ওপেক- এর তরফ থেকে জানানো হয়েছে অপরিশোধিত তেল উত্তোলনে ধীরে ধীরে তারা গতি আনবে। এবং ভবিষ্যতের কথা মাথায় রাখলে তেলের দাম যে কোথায় গিয়ে পৌঁছতে পারে তা মনে করলেই রীতিমতো শিউরে উঠতে হবে।

আপাতত উৎসবের মুখে জ্বালানির দাম আকাশছোঁয়া হলেও তা মেনে নিতে হবে মধ্যবিত্তকে। বিশেষজ্ঞদের মতে তেলের দাম কমবে না বরং ঊর্ধ্বমুখী হবে ধীরে ধীরে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *