আজ খবর ডেস্ক- গত বছর আগের ভয়ঙ্কর স্মৃতি উস্কে দিল হায়দরাবাদের বৃষ্টি। আগেও হায়দ্রাবাদ দেখেছিল মানুষ সমান জল, ভেসে যাচ্ছিল গাড়ি, হঠাৎ যেন সমুদ্রের মাঝখানে এসে পড়েছিল মানব সভ্যতা। এবার সেই স্মৃতি উস্কে দিল বৃষ্টি, কেন্দ্র সেই হায়দরাবাদ।

ইতিমধ্যেই এই ভয়ঙ্কর বৃষ্টিতে তলিয়ে গিয়েছে দু’জন যাদের এখনও পর্যন্ত খোঁজ পাওয়া যায়নি। আনুমানিক সকাল ৮:৩০ থেকে সকাল ১১ টা পর্যন্ত একটানা বৃষ্টি চলে শহরে। বিভিন্ন নিচু এলাকা ইতিমধ্যেই জলমগ্ন, জল ঢুকে গেছে বাড়ির ভেতরেও। সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, রেস্তোরাঁতে ঢুকে গিয়েছে জল, ছবিতে দেখা যাচ্ছে ক্রেতারা খাচ্ছেন রেস্তোরাঁতে আর তাদের পা ডুবে আছে জলে।

এই বৃষ্টির কারণে ইতিমধ্যেই ৮টি বিমানকে ঘুরিয়ে দেওয়া হয়েছে অন্য মুখে, ৬টি ব্যাঙ্গালোর, ১টি চেন্নাই ও ১টি বিজয়ওয়াড়া তে।
দক্ষিণ-পূর্ব হায়দ্রাবাদের বনস্থলীপুরমে ইতিমধ্যেই নিখোঁজ দু’জন বলে পুলিশ সূত্রে খবর। অন্যদিকে নালা ভরে ওঠার কারণে তলিয়ে যায় দুজন ইতিমধ্যেই তাদের খোঁজ চালাচ্ছে উদ্ধারকারী বাহিনী।

গত বছরের সেই ভয়ঙ্কর স্মৃতির পরে প্রশাসন এতটুকুও ব্যবস্থা নেয়নি বলেই ক্ষোভ উগরে দিয়েছেন সাধারন মানুষ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *