আজ খবর ডেস্ক-

সম্প্রতি তাইওয়ান ও ভারত যৌথ ভাবে সেমি কনডাক্টরের বিশ্বব্যাপী ঊর্ধ্বমুখী চাহিদা লক্ষ্য করে একটি চুক্তি স্বাক্ষরের পরিকল্পনা করেছে। এই চুক্তি অনুযায়ী সেমিকন্ডাক্টর নির্মাণের হাত ধরে আনুমানিক ৫৬০০ কোটি টাকার বিনিয়োগ আসতে পারে ভারতে। আন্তর্জাতিক ক্ষেত্রে সেমিকন্ডাক্টরের বাজার অনেক বড়ো। আর এই সেমি কনডাক্টর চিপ উৎপাদনে তাইওয়ান বিশ্বের মধ্যে এক নম্বর দেশ। তবে সেই বাজারে বহুদিন ধরে একচ্ছত্র অধিকার জমানোর চেষ্টায় রয়েছে চীন। তার মধ্যেই চীনের বড়ো শত্রু হিসেবে পরিচিত তাইওয়ানের সঙ্গে এই চিপ উৎপাদনের ব্যবসায়িক চুক্তিতে আবদ্ধ হচ্ছে ভারত।

আসুন জেনে নিই সেমিকন্ডাকটর জিনিসটি কি ?

সেমিকন্ডাক্টরগুলির মধ্যে কন্ডাক্টরের মতো ধাতব তামা এবং ইনসুলেটরে কাচের বৈশিষ্ট্য রয়েছে। এগুলি সাধারণত সিলিকন দিয়ে তৈরি হয় এবং ইলেকট্রনিক ডিভাইস যেমন গাড়ি, ল্যাপটপ, স্মার্টফোন থেকে শুরু করে এভিয়েশন সেক্টরেও ব্যবহৃত হয়। বর্তমানে সেমিকন্ডাক্টর এর ব্যাবহার কার্য বেড়ে যাওয়াতে এর চাহিদা এতটাই বৃদ্ধি পেয়েছে যে এর উৎপাদন বন্ধ হলে পুরো বিশ্ব অচল হয়ে যেতে পারে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *