আজ খবর ডেস্ক- পুজোর মধ্যেই উত্তরবঙ্গ যাত্রা রাজ্যপালের। সপ্তমীর সকালেই বিশেষ বিমানে করে উত্তরবঙ্গের উদ্দেশ্যে রওনা দেন রাজ্যপাল জগদীপ ধনকার। পাশাপাশি তিনি এও জানান আগামী দু’সপ্তাহ তিনি উত্তরবঙ্গের থাকবেন অর্থাৎ এই বিষয়ে পরিষ্কার পুজোর সময় কলকাতায় থাকছেন না রাজ্যপাল।

রাজনৈতিক মহলের একাংশের দাবি পুজোর সময় কলকাতা ছেড়ে রাজ্যপালের এভাবে চলে যাওয়া কোন তাৎপর্যপূর্ণ ইঙ্গিত পোষণ করছে রাজনৈতিক মহলে। এর পাশাপাশি বাগডোগরা বিমানবন্দর থেকে সড়কপথে শিলিগুড়ি যাবেন এবং সেখান থেকে দার্জিলিং এর রাজভবনেও কিছুদিন থাকবেন তিনি। পাশাপাশি জানা যায় উত্তরবঙ্গে বেশ কিছু জেলাগুলিও ঘুরে দেখতে পারেন তিনি।

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন পরবর্তী পরিস্থিতিতে যেসব জেলাগুলিতে ভোট-পরবর্তী হিংসা হয়েছিল সেইসব এলাকায় ঘুরে দেখেছিলেন রাজ্যপাল। এরপর দিল্লিতে সেই রিপোর্ট পেশ করেন তিনি। এই নিয়ে অমিত শাহের সঙ্গে দীর্ঘ বৈঠকও হয়েছিল তাঁর। তবে পুজোর সময় কেন কলকাতা ছেড়ে গেলেন, সেই নিয়ে শুরু হয়েছে জল্পনা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *