আজ খবর ডেস্ক- রিকি পন্টিংয়ের ফর্মুলাতে ধীরে ধীরে গড়ে উঠেছে দিল্লি এবং রিকি পন্টিং তাঁর দলের প্রতি ভালোবাসা জানিয়ে বলেছেন যদি একসঙ্গে সবাই মিলে টিকে থাকা যায় তাহলে তার সুফল পাওয়া যাবে বুধবার।

গতবারের আইপিএলকে দেখলি সেভাবে দিল্লির কোন জায়গায় ছিল না কিন্তু এবার একেবারে শীর্ষ স্থানে পৌঁছানোর আগেই দলের দায় বদ্ধতা বেড়ে গিয়েছে অনেক।

বিশেষজ্ঞরা মনে করছেন দিল্লি এবং কলকাতার এই দ্বৈরথে যার ভাগ্যে জুটবে আজকের স্বীকৃতি তার ওপরে নির্ভর করছে আগামী দিনের ভবিষ্যৎ এবং ক্রিকেটের অগ্রগতি। স্বাভাবিকভাবেই এবারের আইপিএল যেন তরুণ তুর্কি তে ভরপুর। বরুণ চক্রবর্তী ভেনকাটেস আইয়ার, শুবমান গিল, রাহুল ত্রিপাঠী, শিভম মাভিরা তরুণ ভাবের সুস্পষ্ট জবাব দিয়েছেন এই লিগে।

এই নিয়ে কাপ জেতার সুযোগ হতে পারে কলকাতার। যদিও এখনও পর্যন্ত একবারও শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পায়নি দিল্লি। তবে এখানেই শেষ নয়, এরপরে আজকের জয় ধরে রাখার জন্য চেন্নাই এর সঙ্গে মাঠে সমানভাবে কাঁধে কাঁধ মিলিয়ে লড়তে হবে বিজেতা কে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *