আজ খবর ডেস্ক- মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে জোড়া ফুল শিবিরে যোগদান করলেন রায়গঞ্জের বিজেপি বিধায়ক কৃষ্ণ কল্যাণী। তিনি বলেন যে বিজেপির প্রতি তাঁর একরাশ ক্ষোভ, যথাযথ জায়গা পাননি তিনি দলে, এমনকি সম্মানও নয়।

আজ দুপুর বেলা পার্থ চট্টোপাধ্যায়কে সঙ্গে নিয়ে সাংবাদিক বৈঠক করে তিনি বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন। পাশাপাশি তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্পগুলি তাঁকে আকৃষ্ট করেছে। বিজেপির অন্দরে তাঁকে কোনও রকম জায়গা দেওয়া হয়নি। তাই যোগ্য সম্মান পাওয়ার জন্য তিনি অভিষেক এবং মমতার হাত ধরতে এগিয়ে এসেছেন।

প্রসঙ্গত, তাঁর সঙ্গে দেবশ্রী চৌধুরীর বহুদিনের অন্তর্দ্বন্দ্ব চলছিল। দলের তরফ থেকে দেবশ্রীকে অনেক সম্মান দেওয়া হয়, বরং গত তিন বছরে কোনও রকম কাজ করেননি দেবশ্রী। কিন্তু কাজ করেও ওই দলে কোনও সম্মান পাননি বলে অভিযোগ করেন কৃষ্ণ কল্যাণী।

সাংবাদিক বৈঠকে কৃষ্ণ কল্যাণী এবং পার্থ চট্টোপাধ্যায়
সাংবাদিক বৈঠকে কৃষ্ণ কল্যাণী এবং পার্থ চট্টোপাধ্যায়

তিনি এদিন বলেন, রায়গঞ্জে নির্বাচনের সময় তাঁকে হারানোর জন্য অনেক চক্রান্ত করা হয়েছে। দলের তরফ থেকেই তাঁর বিরুদ্ধে চক্রান্ত করা হয়েছে তাঁকে হারানোর জন্য। বিজেপিতে যোগদান করে তিনি ভুল করেছিলেন, সেই ভুলই কার্যত এবার শুধরে নিলেন তিনি।

মূলত সাংবাদিক বৈঠকে তিনি এই বিষয়টি তুলে ধরেন, ভালো কাজ করার পরেও কেন তাঁকে শোকজ করা হয়? বিজেপিতে থেকে বিজেপির ব্যবহারে তিনি ক্ষুব্ধ হয়েই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরলেন, আগামী দিনে জোড়া ফুলের ময়দানে বিজেপি বিরোধী সৈনিক হয়েই নামবেন এই বিধায়ক।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *