অরিন্দম মন্ডল:

হস্তমৈথুনে আনন্দ উপভোগ করেছেন? নিজের অজান্তেই ডাকছেন বিপদ!

কিছুক্ষণের জন্য হয়ত খুবই মজা ও আরাম পাচ্ছেন এতে। কিন্তু এটা যদি অভ্যসে দাঁড়িয়ে যায় রীতিমতো বিপদে পড়তে পারেন। এই অভ্যাস দীর্ঘকালীন করার ফলে আপনার শারিরীক ক্ষতি অনিবার্য। এমনকি আপনার যৌনজীবন বা ভবিষ্যত্‍ একেবারে অন্ধকার।
প্রতিনিয়ত হস্তমৈথুনের ফলে শরীর থেকে স্পার্ম বেরিয়ে যায় এবং তার পর শরীরে টেস্টোস্টেরন হরমোনের মাত্রা এক ধাক্কায় অনেকটা কমে যায়। আর এই হরমোনই হজম ও পেশির জোর বাড়াতে বিশেষভাবে আমাদের সাহায্য করে।

অতিরিক্ত হস্তমৈথুনের ফলে শরীরে টেসটোস্টেরনের পরিমান ঘাটতি হয়। ফলে হজম করার ক্ষমতা, পেশিতে টান ধরা, এমনকি শারিরীক দুর্বলতা ও অনুভুত হয়ে থাকে। খুব বেশিবার হস্তমৈথুন নিজের যৌনজীবনের জন্য একেবারেই গ্রহনযোগ্য নয়। খুব বেশি হস্তমৈথুনের ফলে সন্তান জন্ম দেওয়ার ক্ষমতাও কমতে পারে, প্রভাব পড়তে পারে আপনার চিন্তাশক্তির উপর।
নষ্ট হতে পারে চেহারার উজ্জলতা। বেড়ে যেতে পারে রক্তচাপ, কমে আসে মুত্র ধারণ ক্ষমতা। বেড়ে যায় ডায়াবেটিস এর প্রবনতা। এমনকি পুরুষত্বহীনতায় ভুগতে পারেন নিজের ভুলে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *