আজ খবর ডেস্ক:

ব্যাঙ্কের গ্রাহকদের উদ্দেশ্যে নতুন বার্তা দিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) । উৎসবের মরশুমে অক্টোবর মাসে ২১ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক। তাই গ্রাহকদের এই মাসের মধ্যেই ব্যাঙ্কের সমস্ত জরুরি কাজ সেরে রাখার বার্তা দিল RBI।

অক্টোবরে দুর্গাপুজো, নবরাত্রির মতো বড় উৎসব রয়েছে। সে কারণে RBI এর তরফ থেকে প্রকাশিত ছুটির তালিকায় দেখা গেছে এই মাসে মোট ২১ দিন ব্যাঙ্কিং পরিষেবা বন্ধ থাকবে। তবে RBI এর তরফ থেকে জানান হয়েছে পাবলিক হলিডে গুলোতে দেশজুড়ে সমস্ত ব্যাঙ্ক বন্ধ থাকলেও রাজ্য ও অঞ্চলভিত্তিক ছুটিগুলিতে কেবল সেই বিশেষ জায়গার ব্যাঙ্ক বন্ধ থাকবে।

RBI-র ছুটির লিস্ট অনুযায়ী, অক্টোবরের ছুটির সম্পূর্ণ তালিকা :

“`১ অক্টোবর- গ্যাংটকে অর্ধ বার্ষিক ব্যাঙ্ক ক্লোজিং অ্যাকাউন্টের জন্য কাজ প্রভাবিত হবে।

২ অক্টোবর- মহাত্মা গান্ধি জয়ন্তী উপলক্ষে সমস্ত রাজ্যে ব্যাঙ্ক বন্ধ থাকবে ।

৩ অক্টোবর- রবিবার।

৬ অক্টোবর- মহালয়া (আগরতলা, বেঙ্গালুরু ও কলকাতায় ব্যাঙ্ক বন্ধ থাকবে)

৭ অক্টোবর- ইম্ফলে বন্ধ থাকবে ব্যাঙ্ক

 ৯ অক্টোবর- শনিবার মাসের দ্বিতীয় শনিবার হওয়ায় ব্যাঙ্ক বন্ধ থাকবে ।

১০ অক্টোবর- রবিবার।

১২ অক্টোবর- দুর্গা পুজো (মহাসপ্তমী) আগরতলা ও কলকাতায় ব্যাঙ্ক বন্ধ থাকবে।

১৩ অক্টোবর – দুর্গা পুজো (মহাঅষ্টমী) আগরতলা, ভুবনেশ্বর, গ্যাংটক, গুয়াহাটি, ইম্ফল, কলকাতা, পটনা ও রাঁচিতে বন্ধ থাকবে ব্যাঙ্ক।

১৪ অক্টোবর- দুর্গাপুজো (মহানবমী ও আয়ুথ পুজো) আগরতলা, ভুবনেশ্বর, গ্যাংটক, গুয়াহাটি, ইম্ফল, কলকাতা, পটনা,রাঁচি, চেন্নাই, কানপুর, কোচি, লখনউ, শিলং ও তিরুঅনন্তপুরমে বন্ধ থাকবে ব্যাঙ্ক।

১৫ অক্টোবর- দুর্গাপুজো (বিজয়া দশমী, দশেরা )ইম্ফল ও সিমলা ছাড়া সমস্ত রাজ্যে বন্ধ থাকবে ব্যাঙ্ক।

১৬ অক্টোবর – গ্যাংটকে বন্ধ ব্যাঙ্ক।

 ১৭ অক্টোবর- রবিবার।

১৮ অক্টোবর- কটি বিহু গুয়াহাটিতে বন্ধ থাকবে ব্যাঙ্ক।  

১৯ অক্টোবর- ইদ-এ-মিলাদ আহমেদাবাদ, বেলাপুর, ভোপাল, চেন্নাই, দেরাদুন, হায়দরাবাদ, ইম্ফল, জম্মু, কানপুর, কোচি, লখনউ, মু্ম্বই, নাগপুর, নয়াদিল্লি, রায়পুর, রাঁচি, শ্রীনগর ও তিরুঅন্ততপুরমে বন্ধ থাকবে ব্যাঙ্ক।

২০ অক্টোবর- মহর্ষি বাল্মিকির জন্মদিন, লক্ষ্মী পুজো, ইদ-এ মিলাদ- আগরতলা, বেঙ্গালুরু, চন্ডীগড়, সিমলা ও কলকাতায় বন্ধ থাকবে ব্যাঙ্ক।

২২ অক্টোবর- জম্মু ও শ্রীনগরে বন্ধ থাকবে ব্যাঙ্ক।

২৩ অক্টোবর- শনিবার।

২৪ অক্টোবর- রবিবার।

২৬ অক্টোবর- জম্মু ও শ্রীনগরে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

৩১ অক্টোবর – রবিবার।

তবে জানানো হয়েছে, অফলাইনে ব্যাঙ্কিং পরিষেবা বন্ধ থাকলেও প্রয়োজনে অনলাইনে ই-ব্যাঙ্কিং পরিষেবার সুবিধে নিতে পারেন গ্রাহকরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *