আজ খবর ডেস্ক- ফের একবার কংগ্রেস সভাপতি হিসেবে ফিরে আসার বিষয়ে “বিবেচনা করবেন” রাহুল গান্ধী, এমনটাই জানা যায় সূত্র মারফত। পাঞ্জাব, রাজস্থান এবং ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রীদের পাশাপাশি, প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী এ কে অ্যান্টনি সহ বেশ কয়েকজন প্রবীণ নেতা অনুরোধ করেন তাঁকে ফিরে আসার জন্যে।

কংগ্রেসের শীর্ষ নেতৃত্বদের এক বৈঠকে তাঁকে ফিরিয়ে নিয়ে আসার কথা আলোচনা হয় এদিন, এমনটাই সূত্রের দাবি। পাশাপাশি আগামী বছরের অগাস্ট মাস এবং সেপ্টেম্বর এর মধ্যে শীর্ষ নেতাদের মধ্যে কে কোন স্থানে থাকবেন সেই নিয়ে ভোটাভুটি হবে বলে শোনা যায়।

অম্বিকা সোনি জানান, রাহুল গান্ধী ফিরে আসবেন নাকি আসবেন না, সেটা তাঁর সম্পূর্ণ নিজের ব্যাপার। কিন্তু দলের তরফে সবাই তাঁকেই আরেকবার পুরনো পদে দেখতে চাইছেন।

পাশাপাশি মীরা কুমার জানান, দলের প্রত্যেকে তাঁর নামই ঘোষণা করেছেন। পাশাপাশি সভাপতির পদে থাকা নিয়ে দীর্ঘ জল্পনা হয় ২০১৯ এর নির্বাচনের পর। কিন্তু সভাপতিত্ব করার বিষয়ে রাহুল গান্ধী জানান তিনি “ভেবে দেখবেন”।

এদিনের এই আলোচনায় পরবর্তী যে রাজ্যগুলোয় নির্বাচন রয়েছে যেমন পাঞ্জাব, গুজরাট এবং উত্তর প্রদেশ, সেই রাজ্যগুলিকে নিয়ে আলোচনা হয়। কংগ্রেসের সর্বোচ্চ পদে থাকা নিয়ে G-23 বৈঠকে অনেক জনের নাম প্রস্তাব হয় তবে দলের তরফে জানানো হয় ২০১৯ এর পর ৯৯ শতাংশ রাহুল গান্ধীর নাম তুলে ধরেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *