আজ খবর ডেস্ক : জল্পনা সত্যি করে বিজেপি ছাড়লেন রাজীব বন্দ্যোপাধ্যায়। ত্রিপুরার আগরতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা থেকেই তৃণমূলেফিরলেন রাজীব। সূত্রের খবর, তাঁকে দলে ফেরানো নিয়ে বিরোধিতায় সরব হয়েছিলেন দলেরই একাংশ। রাজীবের পুরনো কেন্দ্রীয় ডোমজুড়ের আমজনতা এবং দলেরই কিছু প্রভাবশালী নেতা রাজীবকে দলে ফেরানোর সিদ্ধান্তের বিরোধিতা করেছিলেন। প্রকাশ্যে পোস্টার পড়েছিল রাজীবের বিরুদ্ধে। তবে এবার আর রাজ্যে নয়, সোজা ত্রিপুরার মাটি থেকে তৃণমূলে যোগ দিলেন তিনি।

যোগদান দেওয়ার পরই ভুল স্বীকার করলেন “অনুতপ্ত” রাজীব। মমতাকে বললেন, ” শুধু রাজ্যের নয়, ভারতের দেবী”। বয়সে অনেক ছোট অভিষেক ব্যানার্জি কে নিজের নেতা মেনে নিলেন। রাজ্যের প্রাক্তন মন্ত্রীর গলায় শোনা গেল, বিজেপি বিরোধী সুর। বললেন – ‘আমি বিজেপিতে যোগ দেওয়ার পর দীর্ঘদিন দ্রব্যমূল্য বৃদ্ধি, পেট্রোপণ্যের দাম বৃদ্ধি, রাজ্যে শিল্প তৈরি, এমনকি বেকারত্ব দূর করা নিয়েও দলের ( বিজেপি) কাছে দাবি রেখেছি। তবে হচ্ছে, হবে বলে শেষ পর্যন্ত কিছুই করেনি বিজেপি। তারপর মনে হয়েছিল বিজেপি রাজ্যের মানুষের উন্নয়নের কথা ভাবে না। তাদের লক্ষ্য শুধু ভোট। কিন্তু যতক্ষনে এই বিষয়টি বুঝতে পেরেছি, ততক্ষনে অনেক দেরি হয়ে গিয়েছিল।’

আগরতলার সভা মঞ্চ থেকে ত্রিপুরাবাসীর উদ্দেশ্যও তিনি বলেন, ‘ ক্ষমতায় আসার আগে এই রাজ্যে প্রতিবছর ৫০ হাজার কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি সরকার। কিন্তু ক’জন পেয়েছেন চাকরি ‘? সেই সঙ্গে ত্রিপুরা বাসীর কাছে আসন্ন ত্রিপুরার বিধানসভা নির্বাচনে তৃণমূল কে জয়ী করার আহ্বান জানান তিনি। পাশাপাশি ত্রিপুরায় দাঁড়িয়ে সেখানকার ক্ষমতাসীন বিজেপির বিরুদ্ধে রাজীবের গলায় শোনা গেল হুংকার। বলেন – ‘ ক্ষমতা থাকলে বিজেপিকে অবাধে নির্বাচন করতে বলুন। ৬০ টা কেন ৬ টা আসনও পাবে না তারা।’

নির্বাচনে তৃণমূলের জয়লাভের পর থেকেই ভোটের আগে দল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া একাধিক নেতা সহ বহু বিজেপি কর্মী যোগ দিয়েছেন তৃনমূলে। মুকুল রায়, সব্যসাচী দত্তর পর এবার ফিরলেন রাজীব। এই মুহূর্তেও খাতায় কলমে বিজেপির কেন্দ্রীয় কর্ম সমিতির বিশেষ আমন্ত্রিত সদস্য তিনি। ২১শের ভোটের আগে অমিত শাহের পাঠান বিশেষ বিমানে আরও অনেকের সঙ্গে দিল্লি গিয়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। নিজেই জানালেন, ২রা মে বঙ্গে বিধানসভার ফল বেরনোর পর থেকে সক্রিয় রাজনীতি থেকে দূরে ছিলেন। রাজনীতিকরা প্রশ্ন তুলছেন, তখন থেকেই কি তৃণমূলে ফেরার চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন রাজীব?

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *