টালিগঞ্জে সাহায্যের হাত বাড়িয়ে দিলো '

আজ খবর ডেস্ক- করোনায় বিগত দেড় বছরে প্রাণ হারিয়েছেন বহু মানুষ এখানেই শেষ নয় পাশাপাশি রোজগার কমেছে সাধারণের। অন্যদিকে কাজ চলে গিয়ে বেকার হয়েছেন বহু মানুষ। সামনেই বাঙালির দুর্গাপূজো আর তাতে স্বাভাবিকভাবেই সেজে উঠতে ইচ্ছে করে আট থেকে আশির। কিন্তু নিজের প্রিয়জনকে নতুন জামাকাপড় কিনে দেওয়ার সেই সম্বলটুকুও নেই অনেকের।

এই পরিস্থিতিতেই সামনে এগিয়ে এল সামাজিক সংগঠন ‘শুভ’। আগের মতো এবারও টালিগঞ্জ অঞ্চলের নেতাজি নগর এলাকার এই সংগঠন সাধারণ মানুষের পাশে।

মহালয়ার দিন সকালে বাস্তুহারা সমিতির প্রাঙ্গণে সাধারণ মানুষের হাতে জামাকাপড় তুলে দিলেন তারা। সাহায্য করার জন্য সংখ্যাটা কম নয়, প্রায় একশো জন শিশু, মহিলা ও বয়স্ক মানুষের হাতে নতুন জামা কাপড় ও শাড়ি তুলে দিল ‘শুভ’।

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিখ্যাত চিত্র পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়। সঙ্গে উপস্থিত ছিলেন প্রখ্যাত ক্রীড়া সাংবাদিক অনিলাভ চট্টোপাধ্যায়। এর পাশাপাশি উপস্থিত ছিলেন ওই সংগঠনের বিশিষ্ট ব্যক্তিরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাস্তুহারা সমিতির সম্পাদক পীযূষ শূর। এই উদ্যোগে খুশি দক্ষিণ কলকাতার ওই এলাকার সাধারণরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *