আজ খবর ডেস্ক- আফগানিস্তান দখল করার পরে তালিবানের সর্বোচ্চ নেতাকে দেখা যায়নি একবারের জন্যেও। অনেকের মতে তিনি হয়ত মারা গিয়েছিলেন। কিন্তু সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে কান্দাহারে দেখতে পাওয়া গেল তালিবানের প্রধান নেতা হাইবাতুল্লাহ আখুন্দজাদাকে ।

তালিবান সূত্রে খবর, জামিয়া দারুল উলুম হাকিমিয়া নামক এক ধর্মীয় বিদ্যালয়ে তাকে দেখতে পাওয়া গিয়েছে ৩০শে অক্টোবর।

আমেরিকার সৈন্য চলে যাওয়ার পর আফগানিস্তান এখন সম্পূর্ণভাবে তালিবানদের হাতে। ২০১৬ সাল থেকে গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন এই নেতা। তবে তিনি অন্তরালে ছিলেন বেশ কিছুদিন ধরে।

তালিবানের তরফ থেকে প্রকাশিত একটি পুরনো ছবিই আখুন্দাজার এখনো পর্যন্ত একমাত্র উপলব্ধ ছবি।

প্রসঙ্গত, মোল্লা ওমর নামের প্রাক্তন তালিবানি প্রধানের মৃত্যুর খবরও দীর্ঘদিন ধরে গোপন রেখেছিল তালিবান। এক্ষেত্রে তালিবানের তরফে জানান হয়, নিশ্চিতভাবে আখুন্দজাদাকেই দেখা গিয়েছে ৩০শে অক্টোবর। তবে তিনি খুবই কম বার জনসমক্ষে এসেছেন এর আগে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *