অভিশ্রুতি মজুমদার: মহালয়ার পরই দেবীপক্ষের সূচনায় রাজ্যজুড়ে পুজোর শেষ মুহূর্তের তোড়জোড় শুরু হয়েছে রাজ্য জুড়ে। বাকি আর মাত্র কয়েকটা দিন। তারপরই শুরু মাতৃ আরাধনা। ইতিমধ্যেই শহর জুড়ে হোর্ডিং ও আলোক সজ্জার কাজ শেষ হয়ে গিয়েছে বেশিরভাগ পুজো মণ্ডপে।

তবে এসবের পাশাপাশি বাঙালির মহাপার্বণে প্রতিবারই নজর কাড়ে আরও একটি জিনিস, সেটি হলো গান। বিগত বেশ কিছু বছর ধরেই থিম পুজোর চল বেড়েছে। সেই মণ্ডপে সঙ্গে থিমের সঙ্গে মানানসই অবহ সঙ্গীত ব্যাবহারের প্রবণতাও বেড়েছে পুজো উদ্যোক্তাদের। এমনকি কিছু কিছু পুজো মণ্ডপে রীতিমত প্রখ্যাত শিল্পীদের দিয়ে গাওয়ানো হয় তাদের পুজোর থিম সং।

কিন্তু বছরের সেরার তালিকায় থাকা কিছু গানের বাহুল্য দেখা যায় মূলত সাবেকি, বা পাড়ার পুজো গুলোর ক্ষেত্রে। তেমনি এবছরও পুজো স্পেশাল কোন কোন গান রয়েছে সেই তালিকায় আসুন জেনে নি।

১. তোমার ঘরে বসত করে – অনির্বাণ সুর।

২. নয়া দামান – তোশিবা ও মীম হক

৩. লিলাবালি – আর্শি

৪. মানিকে মাগে হিতে – ইয়োহানি দিলোকা ডি সিলভা

৫. রঙ্গবতী – ইমন চক্রবর্তী ও সুরজিৎ চ্যাটার্জী।

৬. তোরা যে যা বলিস ভাই – শান ও বিদিশা সেন।

৭. ও মন রে – তানভীর ইভান।

৮. অভিমান – তানভীর ইভান।

৯. তাকে অল্প কাছে রাখছি – মহতিম শাকিব

১০. সঙ্গে এবারও জনপ্রিয়তা ধরে রেখেছে ‘ টুম্পা ‘ – আরব দে চৌধুরী ও অভিষেক সাহা।

এছাড়া বাঙালির উৎসবে সব সময় থাকবে কিশোর – হেমন্তের গান। তাই এবার পুজোর ট্রেন্ডি গানে, আলোয় মেতে উঠুন ঢাকের তালে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *