ছোটো বেলায় একথা হয়তো আমরা প্রত্যেকেই শুনেছি যে, শীতকালে কুমির নাকি ডাঙায় রোদ পোহাতে ওঠে ! কিন্তু বাস্তবে তার ঠিক উল্টো চিত্র দেখল মুর্শিদাবাদ।

আজ হঠাৎই মুর্শিদাবাদের বহরমপুরের রাধার ঘাট এলাকার গঙ্গায় দেখা মিলল একাধিক কুমিরের। শীতের আমেজে মনের আনন্দে গঙ্গার জলে সাঁতরে বেড়াচ্ছে একাধিক কুমির। খবরটি ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে তড়িঘড়ি পৌঁছায় বনবিভাগের আধিকারিকরা। কুমির দেখতে হাজার হাজার মানুষ ভিড় করতে শুরু করে গঙ্গার তীরে। এত মানুষ একসাথে ভিড় করলে যাতে আর কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেই কারণেই গঙ্গায় নামার ক্ষেত্রে সাময়িকভাবে নিষেধাজ্ঞা জারি করে দেয় সেখানকার পুলিশ প্রশাসন।

তবে মুর্শিদাবাদের গঙ্গায় কুমিরের দর্শন এই প্রথম নয়। এর আগেও জিয়াগঞ্জ এবং আজিমগঞ্জ কুমিরের দেখা মিলেছিল। স্থানীয় বাসিন্দাদের কাছে মাঝে মাঝে এরকম কুমির দেখা বেশ মজার হলেও ভয় পাচ্ছেন তীরবর্তী অঞ্চলে বাসিন্দারা।

জানা গেছে, গঙ্গায় আজ যে কুমির গুলিকে দেখা গিয়েছিল, সেগুলি লম্বায় কমপক্ষে ১০ থেকে ১৫ ফুট হবে। দিনের আলোয় যদিও তাদের দেখা সম্ভব, কিন্তু রাতের বেলা যদি এইভাবে কুমিরের উৎপাত বাড়তে থাকে তবে নিজেদের নিরাপত্তা নিয়ে এই মুহূর্তে যথেষ্ট চিন্তিত রয়েছেন তীরবর্তী অঞ্চলের গ্রামবাসীরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *