আজ খবর ডেস্ক- দু’দিনের সফরে সোমবার বিকেলেই দিল্লি পৌঁছেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে তৃণমূল সরকার তৃতীয়বার ক্ষমতায় আসার পর এটি মুখ্যমন্ত্রীর প্রথম দিল্লি সফর। কিন্তু রাজধানীতে পৌঁছেই বিদ্যুৎ বিভ্রাটের মুখে পড়লেন মমতা !

সূত্রের খবর, বাড়িতে আলো না থাকায় বেশ কিছুক্ষণ পর্যন্ত অন্ধকারেই থাকতে হয় তাঁকে।
দিল্লি গেলেই সাধারণত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ১৮৩ নম্বর সাউথ অ্যাভেনিউয়ের সাংসদ আবাসে থাকেন মমতা। তাই ওইদিনও সাড়ে চারটে নাগাদ দিল্লি বিমানবন্দরে নেমে সরাসরি সেখানেই যান রাজ্যের মুখ্যমন্ত্রী। এরপর পৌনে সাতটা নাগাদ হঠাৎই আলো নিভে যায় বাড়ির। গোটা পাড়াতেই একসঙ্গে অন্ধকার নেমে আসে।ওই পাড়াতে একাধিক সাংসদের বাস। বিদ্যুৎ দপ্তরের তরফ থেকে জানান হয়েছে, বিদ্যুৎ বিপর্যয়ের কারণেই সাউথ অ্যাভিনিউয়ে আলো ছিল না। বেশ কিছুক্ষণ বিদ্যুৎহীন থাকার পর শেষমেশ আলো আসে।

এর আগে দিল্লি গেলে সাউথ অ্যাভেনিউতে মুকুল রায়ের সাউথ অ্যাভেনিউয়ের বাড়িতে উঠতেন মমতা বন্দ্যোপাধ্যায়। পরবর্তী সময় মুকুল রায় তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়াতে, তখন থেকেই মমতা ওঠেন পাশেই থাকা অভিষেকের বাড়িতে।

অভিষেকের বাড়িতেই তাঁর সঙ্গে দেখা করতে এসেছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ
কেজরীবাল-সহ অন্যান্য শীর্ষ নেতৃত্ব। শাবানা আজমি, জাভেদ আখতারও মমতার সঙ্গে দেখা করতে আসেন অভিষেকের ১৮৩ নম্বর সাউথ অ্যাভেনিউয়ের সাংসদ আবাসে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *