আজ খবর ডেস্ক : একদিকে অর্থনীতি বেহাল দশা। তার ওপর বিগত বেশ কিছু দিন ধরে দেশজুড়ে লাগাতার বেড়ে চলেছে পেট্রল-ডিজেল থেকে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম। খাদ্যবস্তু-সব্জির দাম এতই বেড়ে গিয়েছে , যে বেশি টাকার বাজারেও ব্যাগ ভরছে না সাধারণ মানুষের। শুধু তাই নয়, গত চার দশকে এই দেশে কর্মসংস্থানের অভাবে বেকারির মাত্রা রেকর্ড হারে বেড়েছে। তাই রাজকোষ ভরাতে গত ৭০ বছর ধরে তৈরি করা জাতীয় সম্পদ একে একে বেঁচে দিতে হচ্ছে প্রধানমন্ত্রীকে। এমন অর্থনৈতিক সঙ্কটের আবহে সমাধানের আজগুবি পথ দেখালেন বিজেপি নিয়ন্ত্রিত মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান।

রবিবার ভোপালে পশু চিকিৎসকদের মহিলা শাখার এক অনুষ্ঠানে শিবরাজ সিং চৌহান বলেন, ‘‘গরু বা বলদ ছাড়া অনেক কাজই এগোতে পারে না। এরা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক ব্যবস্থাপনার মধ্যে দিয়ে গরু ও তাদের গোবর, গোমূত্র সব রাজ্য এমনকী দেশের অর্থনীতিকেও শক্তিশালী করতে পারে।’’ তাঁর মতে, দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে গরু, গোবর ও গোমূত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।

তবে এটাই প্রথম নয় । এর আগেও গরু নিয়ে বিজেপির নেতা-মন্ত্রী-সাংসদদের মুখে নানা রকম তত্ত্বের কথা শোনা গিয়েছে। এর আগে বঙ্গ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেছিলেন, গরুর দুধ থেকে তৈরি হতে পারে সোনা। তাঁর এই মন্তব্য প্রকাশ্যে আসতেই সাড়া পড়ে গিয়েছিল দেশে। সেই সঙ্গে বিরোধীদের ব্যঙ্গ, কটাক্ষও বাদ পড়েনি। তারপর করোনা থেকে বাঁচতে এক বিজেপি সাংসদ গো-চোনা সেবনের পরামর্শ দিয়েছিলেন। এছাড়া বিজেপি সাংসদ সাধ্বী প্রজ্ঞা গোবর-গোমূত্রকে ক্যানসার সারানোর উপায় বলেও উল্লেখ করেছিলেন। নানান মন্তব্যের পর, এবার দেশের অর্থনীতিকে পোক্ত করতে গোবর-গোমূত্রের নতুন তত্ত্ব সামনে আনলেন বিজেপির এই মুখ্যমন্ত্রী। শিবরাজ সিং চৌহানের দাবি, ‘‘কীটনাশক থেকে ওষুধ— গোবর, গোমূত্র দিয়ে সব কিছু তৈরি হয়। সুতরাং এর গুরুত্ব অপরিসীম। আমরা বিষয়টি নিয়ে উদ্যোগী, যথাসাধ্য সহায়তার চেষ্টা করছি। এ ক্ষেত্রে মহিলাদের যোগদান এ কাজ অনেকটা সহজসাধ্য করতে পারে।’’

শিবরাজের গো-তত্ত্বের পরে অবশ্য অনেকেই কটাক্ষের সুরে বলেছেন, নরেন্দ্র মোদীর জমানায় গরু নিয়ে রাজনীতি করতে গিয়ে মানুষ খুনেরও অভিযোগ রয়েছে সঙ্ঘ পরিবার ও বিজেপির বিরুদ্ধে। রাজ্যের বাম নেতা ও রাজ্যসভার সিপিএম সদস্য বিকাশ রঞ্জন ভট্টাচার্য এই বিষয় প্রতিক্রিয়া দিয়েছেন – ” শিবরাজ চৌহান বাবু, গরু একজন ভাল মুখ্যমন্ত্রীও হতে পারেন। আপনি নিজেকে সরিয়ে গৌ মাতাকে মুখ্যমন্ত্রীর আসনে বসাতে পারেন। “

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *