আজ খবর ডেস্ক : ত্রিপুরায় ঘাস ফুল ফোটাতে বিগত বেশ কিছু সময় ধরেই একাধিকবার সেখানে পৌঁছেছেন তৃণমূলের একাধিক শীর্ষ নেতৃত্ব। সেই তালিকায় নাম রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও মমতা বন্দ্যোপাধ্যায়েরও । তবে ত্রিপুরার আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপিকে পরাস্ত করতে একটি নতুন উদ্যোগ নিল তৃণমূল কংগ্রেস।ত্রিপুরার জনসাধারণের সামাজিক উন্নয়নের স্বার্থে ‘আগরতলার জন্য নবরত্ন’ নামের একটি নতুন সামাজিক উন্নয়ন প্রকল্প চালু করল তৃণমূল কংগ্রেস।

এই প্রকল্পের অধীনে মূলত হকারদের কল্যাণ ও দরিদ্র পল্লী গুলির সামাজিক উন্নয়নের দিকে বিশেষ জোর দেওয়া হচ্ছে।এ প্রকল্পের অধীনে হকারদের কল্যাণার্থে , শহরের হকারদের স্বীকৃতি শংসাপত্রের সুবিধাসহ প্রতিটি ওয়ার্ডের একটি নির্দিষ্ট এলাকায় স্টল বরাদ্দ করা হবে বলে ঘোষণা করা হয়েছে। সেইসঙ্গে বৈধ স্বীকৃতি শংসাপত্র নিয়ে কাজ করা প্রতিটি হকারকে পৌরসভার দ্বারা পুনর্বাসন এর নিশ্চয়তা দেওয়া হবে বলেও জানানো হয়েছে।এই উদ্যোগের দ্বিতীয় মূল লক্ষ্য টি হল দরিদ্র পল্লীগুলির সামাজিক উন্নয়ন ঘটান। সেই লক্ষ্যপূরণের জন্য এই পরিকল্পনার আওতায় বলা হয়েছে, একটি সম্মানজনক জীবন যাপনের জন্য আগরতলা পুরো নিগমের অধীনে সমস্ত দরিদ্র পল্লী গুলির সুলভ শৌচালয়, বিশুদ্ধ পানীয় জল এবং সৌর আলোর মতো মৌলিক নাগরিক সুবিধা, ব্যবস্থাগুলি নিশ্চিত করা হবে।

এই রাজ্যের মতো ত্রিপুরাতেও সবুজ শিবির যে তৃণমূল স্তর থেকে নিজেদের ভিত শক্ত করতে চাইছে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। সেখানকার সাধারণ মানুষের মধ্যে তাই এই মুহূর্তে তৃণমূলের প্রতি বিশ্বাস তৈরি করতে মরিয়া হয়ে উঠেছেন রাজ্যের তৃণমূল নেত্রী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *