আজ খবর ডেস্ক- এখন থেকে চাইলেই মুছে ফেলা যাবে ওয়াটস অ্যাপ-এ পাঠানো মেসেজ। এতদিন পর্যন্ত কাউকে হোয়াটসঅ্যাপে মেসেজ করলে সেই মেসেজ চলে যেত হাতের নাগালের বাইরে, চাইলেও আর মুছে ফেলা যেত না একটি নির্দিষ্ট সময় পর। তবে সম্প্রতি শোনা যাচ্ছে, এখন থেকে সেই মেসেজ মুছে ফেলার সময়সীমা বাড়ানো হচ্ছে।

সম্প্রতি WABeta info- র তরফে একটি ছবি নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে । যেখানে দেখানো হয়েছে, এক ইউজার দেখতে পাচ্ছেন, তাঁর পাঠানো মেসেজ সবার জন্য মুছে ফেলতে তিনি ইচ্ছুক না কি। সেই বিষয়ে তাঁর অনুমতি চাইছে হোয়াটসঅ্যাপ। যেখানে দেখানো হয়েছে, সেই মেসেজ তিন মাস আগে পাঠানো হয়েছিল। এই নিয়েই একটি ধারণা তৈরি হয়েছে যে হোয়াটসঅ্যাপ সংস্থার তরফে ‘ডিলিট ফর এভরিওয়ান’ অপশনে আপডেট আনতে চলেছে তারা।

প্রসঙ্গত, ২০১৭ সালে এই অপশন, ‘ডিলিট ফর এভরিওয়ান’ এর মেয়াদ ছিল ৮ মিনিট, এখন যা হয়েছে ৬৮ মিনিট ১৬ সেকেন্ড। তবে WABeta info তরফে বলা হয়েছে এই সময়সীমা আরও বাড়িয়ে দিতে পারে হোয়াটসঅ্যাপ। বর্তমানে ইনস্টাগ্রাম এবং টেলিগ্রাম, এই দুই অ্যাপে যখন ইচ্ছে পাঠানো মেসেজ মুছে দেওয়ার সুযোগ দেওয়া হয় সংস্থার তরফে।

তবে কি হোয়াটসঅ্যাপও এখন থেকে সেই পথেই হাঁটতে চলেছে, প্রশ্ন ঘুরপাক খাচ্ছে নেটিজেন মহলে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *