আজ খবর ডেস্ক- এতদিন লড়াই ছিল স্থল, জল ও আকাশপথে। কম ছিল না কূটনৈতিক যুদ্ধ ও। আন্তর্জাতিক অর্থনীতি শাসন করার প্রশ্নে চীন বনাম আমেরিকার প্রতিদ্বন্দ্বিতা দীর্ঘদিনের। সেই লড়াই এবার পৌছলো একেবারে মহাকাশে। জানা গেছে, ইতিমধ্যেই আমেরিকার বিরুদ্ধে নালিশ ঠুকেছে চীন।
চীন অভিযোগ করেছে মহাকাশের আইনের শর্ত ভঙ্গ করে যুক্তরাষ্ট্র মহাকাশচারীদের জীবন ঝুঁকির মুখে ফেলছে।

এই বিষয়ে সম্প্রতি চীনা পররাষ্ট্র দপ্তরের বিবৃতি সামনে এসেছে।মাত্রই কয়েক সপ্তাহ আগেই চীন জাতিসংঘের কাছে অভিযোগ করেছিল, তাদের স্পেস স্টেশনকে অন্তত দু’বার মার্কিন কোম্পানি স্পেসএক্স-এর স্যাটেলাইটের সঙ্গে সরাসরি সংঘর্ষের মুখে পড়তে হয়েছিল।
এরপরই চীনের সামাজিক মাধ্যমে যুক্তরাষ্ট্রের পাশাপাশি ব্যাপকভাবে সমালোচিত হচ্ছেন ইলন মাস্ক এবং তার প্রতিষ্ঠান স্পেসএক্স।

জাতিসংঘের আউটার স্পেস অ্যাফেয়ার্স’ এর কাছে দেওয়া চীনা প্রতিবেদনের তথ্যমতে, চলতি বছরের ১লা জুলাই এবং ২১শে অক্টোবর সংঘর্ষের ঝুঁকি তৈরি হয়েছিল।
সে সময় সংঘর্ষ এড়াতে চীনের স্পেস স্টেশনে বিশেষ প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল বলে প্রতিবেদনটিতে জানানো হয়।
এই ঘটনা প্রকাশ পাওয়ার পর চীনা মাইক্রোব্লগিং প্লাটফর্ম উইবোতে এলন মাস্ক, তার প্রজেক্ট স্টারলিংক ও যুক্তরাষ্ট্র ব্যাপকভাবে সমালোচিত হচ্ছে।

এদিকে, মহাকাশের চুক্তি ভঙ্গ করার জন্য চীন, মার্কিন যুক্তরাষ্ট্রের সমালোচনা করেছে।
চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ে মুখপাত্র ঝাও লিজিয়ান যুক্তরাষ্ট্রকে এ বিষয়ে আরও দায়িত্বশীল হতে বলেছেন।
মহাকাশ বিজ্ঞানীরাও এ ধরনের সংঘর্ষের ঝুঁকির বিষয়ে তাদের উদ্বেগ প্রকাশ করেছেন।
পৃথিবীর কক্ষপথে ঘুরতে থাকা প্রায় ৩০ হাজার স্যাটেলাইট সম্পর্কে তাঁরা যথাযথ তথ্য প্রদান করার অনুরোধ করেছেন।

প্রসঙ্গত, স্পেসএক্স তাদের স্টারলিংক প্রজেক্টের অংশ হিসেবে এখনও পর্যন্ত ১৯০০টি স্যাটেলাইট প্রেরণ করেছে।
এছাড়া আরও হাজার খানেক স্যাটেলাইট পাঠানোর পরিকল্পনা তাদের রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *