আজ খবর ডেস্ক- কলকাতা পুলিসের প্রাক্তন কমিশনার। এক সময়ে কার্যত মুখ্যমন্ত্রীর ছায়াসঙ্গী। একাধিক বার তাঁর বিরুদ্ধে নানা অভিযোগ উঠেছে। এমনকি, নির্বাচনের আগে নির্বাচন কমিশনের তরফে তাঁকে সরিয়ে দেওয়ার ঘটনাও ঘটেছে অতীতে। বছর শেষে নাটকীয় প্রত্যাবর্তন সেই আইপিএস অফিসারের।

পদোন্নতি হল  রাজীব কুমারের। শুক্রবার তাঁকে পশ্চিমবঙ্গ পুলিশের ডিজি পদমর্যাদায় উত্তীর্ণ করা হয়েছে। কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব বর্তমানে অতিরিক্ত ডিজি পদে রয়েছেন। তথ্য ও প্রযুক্তি দফতরের প্রধান সচিবের দায়িত্ব পালন করছেন।
তবে ডিজি পদমর্যাদা দেওয়া হলেও আইপিএস অফিসার রাজীবকে নতুন কোনও দায়িত্ব দেওয়া হবে কি না, তা এখনও স্পষ্ট নয়।

রাজীবের পাশাপাশি শুক্রবার পাঁচ জন ডিআইজি পদমর্যাদার আইপিএস অফিসারকে আইজি পদে পদোন্নতি দেওয়া হয়েছে। বিধাননগর পুলিশ কমিশনার সুপ্রতীম সরকারকে আইজি পদ থেকে এডিজি পদমর্যাদায় উত্তীর্ণ করা হয়েছে।বৃহস্পতিবারই সৌমেন মিত্রের স্থানে নতুন পুলিশ কমিশনার হয়েছেন বিনীত গোয়েল।

প্রসঙ্গত, কলকাতা পুলিশের কমিশনার থাকাকালীন একাধিক বিতর্কে নাম জড়িয়েছিল রাজীবের। ২০১৯ সালে সারদা মামলায় অভিযুক্ত করে তাঁর বিরুদ্ধে তদন্তে নেমেছিল সিবিআই। সে সময় কলকাতা হাই কোর্ট থেকে আগাম জামিনও নিতে হয়েছিল রাজীবকে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *