আজ খবর ডেস্ক : কলকাতা পুরভোটের আর বাকি মাত্র কয়েকটা দিন। রাজ্য নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী কাল বিকেল ৫ টা পর্যন্ত প্রচার কর্মসূচি চালাতে পারবে প্রতিটি রাজনৈতিক দল। সেই মত শেষ বেলার প্রচার সারতে ব্যস্ত প্রতিটি রাজনৈতিক দল।

তাই পুরভোটের প্রচারের শেষ দিনে কি ভাবে ‘ফিনিশিং টাচ’ দিচ্ছেন তাঁরা , সেই তালিকাই রইলো আপনাদের জন্য ।

আজ, ১৬ ই ডিসেম্বর, পুর নির্বাচনে তৃণমূলের প্রচারসূচি :

১. দুপুর ২ টো : শ্রী কলোনি যুব সংঘের মাঠে ( বাঘাযতীন ) পুরপ্রার্থীদের জনসভা করবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

২. দুপুর ৩ টে : বড়বাজার এলাকার রাজা কাটরা থেকে শশীভূষণ দে স্ট্রীট ( ভূপতি মোড় ) পর্যন্ত পদযাত্রা করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

৩. বিকেল ৪ টে : বেহালা চৌরাস্তায় পুরপ্রার্থীদের সমর্থনে জনসভা করবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বিজেপির প্রচারসূচি :

১. সকাল ১০. ৩০ : ৭ নম্বর ওয়ার্ডের প্রার্থীর সমর্থনে বাগবাজার বাটা থেকে বাগবাজার লঞ্চ ঘাট পর্যন্ত পদযাত্রা করবেন শুভেন্দু অধিকারী।

২. বিকেল ৪. ৩০ টে : ১২৪ নম্বর ওয়ার্ডের প্রার্থীর সমর্থনে জেমস লং সরণি ( মহাত্মা গান্ধী রোড ক্রসিং ) থেকে বিদ্যাসাগর পল্লী মোর (ঠাকুরপুকুর থানা ) পর্যন্ত পদযাত্রা করবেন শুভেন্দু অধিকারী।

৩. সন্ধ্যে ৬ টা : ১২৯ নম্বর ওয়ার্ডের প্রার্থীর সমর্থনে বিজি প্রেস অটো স্ট্যান্ড ( পর্ণশ্রী থানা ) জনসভা করবেন শুভেন্দু অধিকারী।

কংগ্রেসের প্রচারসূচি :

১. বেলা ১ টা : ৪৩ নম্বর ওয়ার্ডের প্রার্থী সুমন পালের হয়ে পদযাত্রা করবেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী।

২. দুপুর ৩ টে : রাজ্যের কংগ্রেসের প্রধান কার্যালয় বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠানে শামিল হবেন অধীর বাবু।

৩. রাত ৮ টা : ৫৬ নম্বর ওয়ার্ডের প্রার্থীর সমর্থনে প্রচার করবেন অধীর রঞ্জন চৌধুরী।

৪. রাত ৮.৪৫ : ৬২ নম্বর ওয়ার্ডের প্রার্থীর প্রচার কর্মসূচিতে শামিল থাকবেন অধিরবাবু।

আগামীকাল , ১৭ ই ডিসেম্বর –

১. সকাল ৮ টা : ৪৫ নম্বর ওয়ার্ডের প্রার্থীর সমর্থনে পদযাত্রা করবেন অধীর রঞ্জন চৌধুরী।

২. দুপুর ৩ টে : দক্ষিণ কলকাতার খিদিরপুর ক্রসিংয়ে পুরপ্রচার উপলক্ষ্যে পদযাত্রা করবেন অধীর রঞ্জন চৌধুরী।

বামেদের প্রচারসূচি :

১. বিকেল ৩.৩০ টে : ৭৫ নম্বর ওয়ার্ডের বামফ্রন্ট প্রার্থীর সমর্থনে ওয়াটগঞ্জ দলীয় দপ্তর থেকে বামফ্রন্ট পদযাত্রা করবেন সিপিআইএম পলিট ব্যুরোর সদস্য মহম্মদ সেলিম।

২. বিকেল ৪টে : ১১১ নম্বর ওয়ার্ডে বামফ্রন্ট প্রার্থীর সমর্থনে আতাবাগান এলাকা থেকে পদযাত্রা করা হবে। সেখানে অংশ নেবেন। সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী।

৩. সন্ধ্যা ৬টা : ১২২ নম্বর ওয়ার্ডের প্রার্থীর সমর্থনে সোদপুর(বেহালা) জনসভা করবেন সুজন চক্রবর্তী।
একই সময় ৩৩ ও ৩৪ নম্বর ওয়ার্ডের বামফ্রন্ট প্রার্থীর সমর্থনে লি কলিংস স্কুল থেকে পদযাত্রা, সেরে সন্ধ্যা ৭টায় জোড়ামন্দির এলাকায় জনসভা করবেন মহম্মদ সেলিম।

৪. সন্ধ্যা ৭টা : ১১৪ নম্বর ওয়ার্ডের প্রার্থীর সমর্থনে ইটখোলা এলাকায় জনসভা করবেন সুজন চক্রবর্তী।

৫. রাত ৮টা : ১০৪ নম্বর ওয়ার্ডের প্রার্থীর সমর্থনে পালবাজার(গড়ফা চত্বরে) জনসভা করবেন সুজন চক্রবর্তী।
একই সময় ৩৭ নম্বর ওয়ার্ডের বামফ্রন্ট প্রার্থীর সমর্থনে রাজাবাজার সন্নিহিত পটয়ার বাগান এলাকায় সভা করবেন মহম্মদ সেলিম।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *