আজ খবর ডেস্ক : লোকসভার শীতকালীন অধিবেশনের শুরুতেই ১২ জন সাংসদকে অধিবেশনের বাকি দিনের জন্য সাসপেন্ড করে দেওয়া হয়। তার প্রতিবাদে গান্ধী মূর্তির সামনে প্রতিবাদ চলছে বিরোধী দলগুলির। আজ সেই দলে শামিল ছিলেন সাসপেন্ডেড তৃণমূল সাংসদ দোলা সেন ও শান্তা ছেত্রী।ধর্না মঞ্চ থেকে গতকাল হেলিকপ্টার দুর্ঘটনায় মৃত্যু হওয়া সি. ডি. এস., বিপিন রাওয়াত ও তাঁর সহযাত্রী অন্যান্য সেনা আধিকারিকদের মৃত্যু শোকে ১ মিনিটের জন্য নীরবতা পালন করা হয় ।

শুধু তাই নয়, ওই সময় সেখানে উপস্থিত ছিলেন সাংসদ জয়া বচ্চন। তিনি সমাজবাদী পার্টির প্রতীকী লাল টুপি দোলা সেন ও শান্তা ছেত্রীর হাতে তুলে দেন। সেই টুপি পরেই যাবতীয় কর্মসূচি পালন করেন তাঁরা।ইতিমধ্যে রাজ্য এবং জাতীয় স্তরে কংগ্রেসের সঙ্গে তৃণমূলের বেশ খানিকটা দূরত্ব সৃষ্টি হয়েছে। তৃণমূলের তরফ থেকে বারবারই দাবি করা করা হচ্ছে, বিজেপির বিরোধিতায় অক্ষম কংগ্রেস। অন্যদিকে সম্প্রতি কংগ্রেস নেতৃত্বের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে, কংগ্রেসের বিরোধিতা করে তৃণমূল বিজেপির সঙ্গে তাদের সমঝোতার জায়গাটি স্পষ্ট করে দিল। তার মধ্যে তৃণমূলের শীর্ষ নেতৃত্বের তরফ থেকে কংগ্রেসের কোনরকম কর্মসূচিতে যোগ না দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে উপস্থিত থাকতে বলা হয়েছে সংসদে। এমন সময় কংগ্রেসের সঙ্গে দূরত্ব বাড়িয়ে বরখাস্ত তৃণমূল সাংসদেরা মাথায় লাল টুপি পড়ে তবে কি অন্য বার্তা দিতে চাইছেন?

রাজ্যের বিধানসভা নির্বাচনে জয়লাভের পর থেকে জাতীয় রাজনীতিতে পদার্পণ করেছে তৃণমূল কংগ্রেস। মেঘালয়, ত্রিপুরা, গোয়ার মতো একাধিক রাজ্যে ইতিমধ্যেই লক্ষ্য পূরণের কাজও শুরু করে দিয়েছে তারা। সামনেই উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচন। তাতে বিজেপির অন্যতম প্রধান চ্যালেঞ্জ সমাজবাদী পার্টি। সেখানেও তৃণমূল যে নিজের ক্ষমতা প্রসারে আগ্রহী তা আগেই জানিয়েছিল। তবে কি এবার লাল টুপি পড়ে , এস. পি-র হাত ধরেই উত্তরপ্রদেশে প্রবেশ করবে তৃণমূল?

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *