আজ খবর ডেস্ক- এই পৃথিবীর অলিতে গলিতে পুজো করছেন দীর্ঘদিন ধরে? করোনাকালে এমনকি, অনলাইনে পুজো করা, বিয়ে বা শ্রাদ্ধের কাজ ও শিখে নিয়েছেন? এবার তাহলে একটু স্বদবদল হতেই পারে।
চাকরি পেয়েই পারেন মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসায়।

এলিয়ন রহস্যের সমাধান করতে এবার কোমর বেঁধে নামতে চলেছে নাসা। ইতিমধ্যে এই মার্কিন মহাকাশ গবেষণা সংস্থাটিতে না কি শুরু হয়ে গিয়েছে পুরোহিতের খোঁজ। গল্প মনে হলেও, এটাই না কি সত্যি। এখন প্রশ্ন হল, এলিয়ন খুঁজতে পুরোহিত কেন?

জানা গিয়েছে, নাসায় রয়েছে ২৪ জন পুরোহিত বা ধর্মতত্ত্ববিদের চাকরি।
ওই পুরোহিত নিযুক্তিকরণের সঙ্গে যুক্ত রয়েছেন কেমব্রিজ বিশ্ববিদ্য়ালয়ের ধর্মতত্ত্ববিদ রেভারেন্ড Dr. Andrew Davison ।
Astrobiology and the Christian Doctrine নামে একটি বইও লিখেছেন তিনি। সেই বইতে তিনি প্রশ্ন তুলেছেন, জগতের যেকোনও স্থানে কি প্রাণের সঞ্চার ঘটাতে সক্ষম ভগবান?
Dr. Andrew Davison মনে করেন, যেকোনও সময় এলিয়নদের সঙ্গে মানুষের দেখা হতে পারে। সেজন্য ভবিষ্যত প্রজন্মকে প্রস্তুত থাকতে হবে।

এখন প্রশ্ন হল, নাসায় পুরোহিতের কাজটা কী?
জানা গিয়েছে, ওই ২৪ জন পুরোহিত বা ধর্মতত্ত্ববিদের থেকে নাসা জানার চেষ্টা করবে, এলিয়ান সম্পর্কে বিভিন্ন ধর্মের ধারণা কী? বিভিন্ন ধর্ম বহির্বিশ্বের প্রাণীদের কীভাবে দেখে?
তাই বুঝতেই পারছেন, গল্প নয়। সত্যি হতে পারে আপনার স্বপ্ন। অনেক হল প্রণামি। এবার রোজগার করুন ডলারে। পইতের পাশে থাকুক নাসার আই কার্ড।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *