আজ খবর ডেস্ক : করোনার সংক্রমণ স্তিমিত হতে না হতেই করোনার নতুন রূপে ছড়িয়ে পড়ল ওমিক্রন। বিশ্বের স্বাস্থ্য বিশেষজ্ঞরা পৃথিবীর সমস্ত দেশে পাঠিয়েছেন সতর্কতা বার্তা। ওমিক্রন থামাতে এখনও কার্যকারী নয় টিকা। যার জেরেই নতুন করে লকডাউন চালু করার পরামর্শ দিয়েছেন তারা।

WHO জানিয়েছে, এখনও পর্যন্ত ৭৭টি দেশে ওমিক্রন নিজের জাল বিস্তার করেছে। যা করোনার চেয়ে দ্রুত সংক্রমিত করছে মানুষকে।

সূত্রের খবর অনুযায়ী, বিশ্বের একাধিক দেশ সংক্রমণের শৃঙ্খল ভাঙতে করোনা পরীক্ষা বাড়িয়ে দিয়েছে।

নেদারল্যান্ডসের স্বাস্থ্যমন্ত্রী হুগো ডি জং শুক্রবার মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের জানান, করোনার নতুন প্রজাতি ওমিক্রন নিয়ে সরকার চিন্তিত। এই বিষয়ে সরকার স্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শ মেনে চলার সিদ্ধান্ত নিয়েছে। নেদারল্যান্ডের প্রধানমন্ত্রী মার্ক রুট শনিবার স্বাস্থ্য বিশেষজ্ঞদের নিয়ে একটি আলোচনা সভার আয়োজন করেছেন। যেখানে ওমিক্রণ সংক্রমণ রোখার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। প্রয়োজনে দেশে ফের চালু হবে লকডাউন।

২০২০ সালের লকডাউনের ফলে গোটা বিশ্ব ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই কারণেই ফের লকডাউনের সিদ্ধান্ত নিয়ে বেশ চিন্তিত একাধিক মহল।
নভেম্বরে নেদারল্যান্ডসে করোনা ভাইরাস সংক্রান্ত বিধিনিষেধের প্রতিবাদে বিক্ষোভ দেখায় সাধারণ জনগণ। সাথে চলেছে পুলিশের পাল্টা হামলা। আহত হয়েছিল বেশ কয়েকজন। তবে এটাই প্রথমবার নয়, গত জানুয়ারিতেও লকডাউন রুখতে বিক্ষোভে ফেটে পড়েছিল নেদারল্যান্ডস।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *