আজ খবর ডেস্ক : শুক্রবার কেন্দ্রীয় সরকার প্রকাশ করল প্রাথমিক শিক্ষা সূচক (ফাউন্ডেশনাল লিটারেসি অ্যান্ড নিউমারেসি ইনডেক্স)। যেখানে প্রাথমিক শিক্ষায় দেশের বড় রাজ্যগুলির মধ্যে শীর্ষস্থান পেল পশ্চিমবঙ্গ। রাজ্যের এই বড় সাফল্য প্রকাশত হওয়ার পর টুইটের মাধ্যমে খুশি প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি রাজ্যের শিক্ষক, শিক্ষাকর্মী এবং অভিভাবক সহ শিক্ষাক্ষেত্রের সকলকেই অভিনন্দন জানিয়েছেন।

মমতা বন্দ্যোপাধ্যায় টুইটারে লিখেছেন, “পশ্চিমবঙ্গের জন্য দারুণ খবর!
আমরা ‘Foundational Literacy & Numeracy Index’-এ বৃহত্তর রাজ্যগুলির মধ্যে শীর্ষস্থান অর্জন করেছি।
এই অসামান্য কাজের জন্য আমি আমাদের শিক্ষা বিভাগের সকল শিক্ষক, অভিভাবক এবং সদস্যদের অভিনন্দন জানাই।”

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অর্থনৈতিক উপদেষ্টা পরিষদ (ইকোনমিক অ্যাডভাইসরি কাউন্সিল) পাঁচটি মাপকাঠির ভিত্তিতে দেশের বড় রাজ্যগুলিতে প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষাব্যবস্থার তুলনামূলক পরিস্থিতির নিরিখে পশ্চিমবঙ্গকে ‘শ্রেষ্ঠত্ব’ প্রদান করেছে।

গত বুধবার ইউনেস্কোর ‘ইনট্যানজিবল কালচারাল হেরিটেজ অব হিউম্যানিটি’-র তালিকায় স্থান পেয়েছিল কলকাতার দুর্গাপুজো। আর এইবার প্রাথমিক শিক্ষাক্ষেত্রে এল জাতীয় স্বীকৃতি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *