আজ খবর ডেস্ক : ট্রেনের ভিতরে ধূমপান করার নিষেধাজ্ঞা বহু আগে থেকেই ছিল। কিন্তু এই নিয়ম উলঙ্ঘন করা নতুন কিছু নয়। শাস্তি স্বরূপ মোটা টাকা জরিমানা দিতে হয় রেল কতৃপক্ষকে। কমবেশি যাত্রীরা এই শাস্তির মুখে পড়ে বেশ ঝামেলাও করে থাকেন। তবে এবারে ঘটলো এক অবাক করা কাণ্ড, যা ঘটিয়েছে এরকমই ধূমপান করে জরিমানার কবলে পড়া এক যাত্রী।

ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার কর্ণাটক এক্সপ্রেসে। ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, ট্রেনের ভিতরে ধূমপান করার জন্য এক যাত্রীকে জরিমানা করেছিল আরপিএফ৷ সেই রাগেই ট্রেনে বোমা রাখা আছে বলে ফোন করে হুমকি দেন রেল কর্তৃপক্ষকে। এই কাজে জড়িত ছিলেন অভিযুক্ত যাত্রীর ভাইও৷

ওইদিন সন্ধ্যায় আগ্রার আরপিএফ-এর কাছে একটি উড়ো ফোন আসে। যেখানে তাঁকে বলা হয় কর্ণাটক এক্সপ্রেসে বোমা রাখা আছে৷ এই ফোন পাওয়ার সঙ্গে সঙ্গেই আগ্রায় রেলের কন্ট্রোল রুম থেকে কর্ণাটকের জিআরপি-কে বিষয়টি জানানো হয়৷ ট্রেনটি রাত এগারোটা নাগাদ অন্ধ্র প্রদেশের ধর্মভরম স্টেশনে পৌঁছলে পুলিশ কুকুর এবং মেটাল ডিটেক্টর নিয়ে ট্রেনে তল্লাশি চালায়। তল্লাশিতে বেশ কয়েক ঘণ্টা সময় চলে গেলেও যখন কিছুই পাওয়া যায়নি তখন বোঝা যায় ওটি ভুয়ো হুমকি ছিল৷

এক রেল কর্তা জানিয়েছেন, যে ব্যক্তি এই হুমকি দিয়েছে তাঁর এক আত্মীয়কে ট্রেনের ভিতরে ধূমপানের জন্য জরিমানা করা হয়েছিল। অভিযুক্ত ধরা পড়ার পর তাঁকে জেরা করে তদন্ত চালানো হচ্ছে বলে জানিয়েছেন রেল কতৃপক্ষর।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *