আজ খবর ডেস্ক : হাড় কাঁপানো শীতে জবুথবু রাজধানী। ভারতের আবহাওয়া বিভাগের (IMD) থেকে সোমবার বলা হয়েছে যে এই শৈত্যপ্রবাহের পরিস্থিতি আগামী কয়েকদিন থাকবে। ফলে দিল্লিতে সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াসে নেমে যাওয়ার সম্ভবনা রয়েছে।

আবহাওয়া দপ্তরের সকালের আপডেট অনুসারে, দিল্লিতে ভোর সাড়ে ৫ টায় তাপমাত্রা ৪.৪ ডিগ্রি সেলসিয়াসে নেমে যায়। পশ্চিম দিল্লির জাফরপুর গ্রামে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৬ ডিগ্রি কম। ইতিমধ্যেই দিল্লি জুড়ে শৈত্যপ্রবাহের হলুদ সর্তকতা জারি করা হয়েছে। জানানো হয়েছে, আগামী দিনে খারাপ হতে পারে রাজধানীর আবহাওয়া। যার ফলে দৈনন্দিন কার্যক্রমে ব্যাঘাত ঘটতে পারে নাগরিকদের। এই কনকনে ঠান্ডার মধ্যেই আগামী ২৪ ও ২৫ তারিখ দিল্লিতে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

তবে শুধু দেশের রাজধানীই নয়, পশ্চিমবঙ্গেও এক ধাক্কায় ৪ ডিগ্রি তাপমাত্রায় কমল। আজ ভোরে কলকাতায় তাপমাত্রা নেমে যায় ১১.২ ডিগ্রিতে। আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে, মঙ্গলবারও ১১ – ১২ এর কাছাকাছি ঘোরাফেরা করবে রাজ্যের গড় তাপমাত্রা। তবে আগামী ২২ তারিখ থেকে ফের কিছুটা কমবে শীত। ২৫ শে ডিসেম্বর ১৫ ডিগ্রির কাছাকাছি থাকতে পারে সর্বনিম্ন তাপমাত্রা।

সেই সঙ্গে আলিপুর হাওয়া অফিস সূত্রে বলা হয়েছে, বঙ্গোপসাগরে একের পর এক তৈরি হওয়া নিম্নচাপের জেরে রাজ্যে শীতের প্রবেশ বাধাপ্রাপ্ত হচ্ছিল। কিন্তু আপাতত সেই দুর্যোগ কেটে যাওয়ায় নির্বিঘ্নে উত্তুরে হাওয়া প্রবেশ করতে পারবে রাজ্যে। তাই ডিসেম্বরের শেষে কনকনে শীতের আমেজ অনুভব করতে পারবেন রাজ্যবাসী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *