আজ খবর ডেস্ক- শনিবার দুপুরে পুর ভোটের ইস্তেহার প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। আর তারপরেই বোমা ফাটালেন বিজেপির দিলীপ ঘোষ। যা নিয়ে আপাতত প্রতিক্রিয়া, পাল্টা প্রতিক্রিয়া দিতে ব্যস্ত রাজ্যের শাসক ও বিরোধী শিবির।
তৃণমূলের নির্বাচনী প্রচারে এবার “১০ দিগন্ত”। নিকাশি, রাস্তাঘাটের উন্নয়ন, সবুজায়ন সহ এক গুচ্ছ পুর পরিষেবার কথা বলা হয়েছে। হাজরার মহারাষ্ট্র নিবাস হলে দলের সিনিয়র নেতাদের হাত দিয়ে এই ইস্তেহার প্রকাশ করা হয়। এখানেই সাংসদ এবং লোকসভায় দলের নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, “কলকাতার উন্নয়ন দেখে লজ্জা পাবে লন্ডন”।

বারংবার ঘূর্ণিঝড় সঙ্গে বৃষ্টি। পূর্ব কলকাতা ও বেহালার বিভিন্ন ওয়ার্ডে জল জমছে। তাই তৃণমূল নেত্রীর নির্দেশে এবার জোর দেওয়া হয়েছে নিকাশি সমস্যার সমাধানে। বলছে তৃণমূল নেতৃত্ব। অন্যদিকে নাগরিকদের পুর পরিষেবা সংক্রান্ত কোনও সমস্যা হলে এবার অ্যাপের মাধ্যমে মাত্র ১৪ দিনে মিলবে সমাধান। জানান হয়েছে ইস্তেহারে। এই অ্যাপের নাম হবে “পাড়ায় নিষ্পত্তি”।

এদিকে দিলীপ ঘোষ অভিযোগ তুলেছেন, বিজেপি-র থেকে অনুপ্রাণিত হয়েই তৃণমূল কলকাতা পুরভোটের ইস্তেহার প্রকাশ করছে। এদিন সকালে নিউটাউনের ইকো পার্কে গিয়ে তিনি বলেন, ‘‘লোকেরা জানুন, ওঁরা কী কাজ করবেন।’’ কলকাতাপুরভোটে তৃণমূলের উন্নয়নের পরিকল্পনা প্রকাশের ঘোষণাকে বিজেপি-র নির্বাচনী ইস্তাহার থেকে অনুপ্রাণিত বলে মন্তব্য করেন তিনি। দিলীপের মতে, বিজেপি পুরভোটের ইস্তাহার প্রকাশ করায় সেই পথে হাঁটতে বাধ্য হয়েছে তৃণমূল।

গত বৃহস্পতিবার পুরভোটের ইস্তেহার প্রকাশ করেছে গেরুয়া শিবির। সেখানে শিক্ষা, স্বাস্থ্য, পরিবহণ, পরিচ্ছন্নতা, সুরক্ষা এবং সংস্কৃতি— এই ছ’টি ক্ষেত্রে ত্রুটি ও দুর্নীতিমুক্ত আধুনিক পরিষেবা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। প্রসঙ্গত,শুক্রবার ত্রিপুরার বিজেপি সরকারের বিজ্ঞাপনে কলকাতার সড়কের ছবি দেওয়া হয়েছে। এর আগে উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড সরকারের বিজ্ঞাপনেও কলকাতার “মা” উড়ালপুলের ছবি ব্যবহার করা হয়েছিল। ত্রিপুরায় বিজ্ঞাপন নিয়ে এই মুহূর্তেও যথেষ্ট অস্বস্তিতে বিজেপি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *