আজ খবর ডেস্ক- আজ ২১ ডিসেম্বর, সকাল ৮টা থেকে শুরু হয়েছে কলকাতা পুরসভার ভোটগণনা। পুরভোটে হিংসার ঘটনার পর গতকালই বাম ও কংগ্রেসের তরফ থেকে ভোট কেন্দ্রের নিরাপত্তার জন্য আর্জি জানান হয়েছে। ভোটের ফলাফলের দিকে তাকিয়ে গেরুয়া শিবিরও। তবে শোনা যাচ্ছে, শাসক দলের পক্ষ থেকে কড়া বার্তা দেওয়া হয়েছে যাতে গণনা চলাকালিন কোনরকম অশান্তি না হয়।

গণনাকেন্দ্রগুলি জুড়ে থাকছে ত্রিস্তরীয় নিরাপত্তা। গণনা কেন্দ্রের ২০০ মিটারের মধ্যে জারি করা থাকছে ১৪৪ ধারা। ২ হাজার পুলিশ, সঙ্গে আরও ১ হাজার আধিকারিক থাকছেন। এলাকাগুলির দায়িত্বে থাকছেন যুগ্ম কমিশনার, অ্যাসিসটেন্ট কমিশনার, ডেপুটি কমিশনার পদমর্যাদার আধিকারিকরা। গণনাকেন্দ্রগুলির দায়িত্বে থাকছেন ডিসি। নির্দিষ্ট এলাকায় থাকছেন ডেপুটি কমিশনারও।

এখনও পর্যন্ত ফলাফল :

৮৫ নম্বর ওয়ার্ডে জয়ী দেবাশিস কুমার ( তৃণমূল )

১১৯ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল প্রার্থী কাকলি বাগ।( তৃণমূল )

১০৯ নম্বর ওয়ার্ডে জয়ী অনন্যা বন্দ্যোপাধ্যায়( তৃণমূল )

৮৩ নম্বর ওয়ার্ডে জয়ী প্রবীর মুখোপাধ্যায়( তৃণমূল )

৬৬ নম্বর ওয়ার্ডে জয়ী ফৈয়াজ আহমেদ খান( তৃণমূল )

৫১ নম্বর ওয়ার্ডে জয়ী ইন্দ্রনীল কুমার( তৃণমূল )

১৪০ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূলের প্রার্থী আবু মহম্মদ তারিক

১৪০ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূলের প্রার্থী আবু মহম্মদ তারিক।

১৩৭ নম্বর ওয়ার্ডে জয়ী হয়েছে কংগ্রেস প্রার্থী ওয়াসিম মোল্লা।

২২ নম্বর ওয়ার্ডে ১ হাজার ৫২০ ভোটে জয়ী বিজেপি নেত্রী মীনাদেবী পুরোহিত।

১১৯ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল প্রার্থী কাকলী বাগ।

১১৮ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল প্রার্থী তারক সিং।

২৪ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল প্রার্থী ইলোরা সাহা।

৮৮ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল প্রার্থী মালা রায়

৪৫ নম্বর ওয়ার্ডে জয়ী কংগ্রেস প্রার্থী সন্তোষ পাঠক

এছাড়া অধিকাংশ জায়গাতেই ভোটগণনায় এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থীরা। এখনও পর্যন্ত গণনার নিরিখে ১৪৪ টি আসনের মধ্যে ১৩৫ টি তৃণমূলের দখলে, ৪ টি বিজেপি, ২ টি বাম, ২টি কংগ্রেস এবং ১ টি অন্যান্যরা।

ইতিমধ্যেই তৃণমূলের জয় অবশ্যম্ভাবী ধরে নিয়েই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে হাজির হয়েছে তৃনমূলের কর্মী-সমর্থকরা। খেলা হবে স্লোগানে শহর জুড়ে শুরু হয়েছে, সবুজ উৎসব।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *