আজ খবর ডেস্ক : জাওয়াদের জেরে দীর্ঘসময় ধরে আকাশ মুখ ভার রাজ্যে। আবহাওয়ার ভ্রুকুটির জেরে বাধাপ্রাপ্ত হচ্ছিল শীতও। শেষমেশ খানিকটা ঝড় বৃষ্টির প্রকোপ কমতেই যখন রাজ্যবাসী শীতের আশা করতে শুরু করলো, তখনই আবারও খারাপ খবর দিল আবহাওয়া দপ্তর।

ফের রাজ্যজুড়ে বৃষ্টিপাতের পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। জানান হয়েছে, মূলত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে আকাশ অংশত মেঘলা থাকবে।হাওয়া অফিস সূত্রে জানান হয়েছে, চারদিন রাজ্যজুড়ে শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। আগামী দুইদিনে তাপমাত্রারও বিশেষ কোন পরিবর্তন ঘটবে না। তবে ১১ ডিসেম্বরের পর তিনদিন দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গে রাতের দিকে দুই থেকে চার ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে।

আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, উত্তরবঙ্গের দার্জিলিংয়ে আজ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বাকি জায়গায় শুষ্ক আবহাওয়া থাকবে। তবে এই বৃষ্টির কারণ কী? জানা গিয়েছে, উত্তর-পশ্চিম দিকে ঠান্ডা হাওয়া এবং বঙ্গপোসাগরের আদ্রতাজনিত হাওয়া ক্রমশ উপর দিকে উঠছে। দুই বিপরীত চরিত্রের হাওয়ার কারণে স্থানীয় মেঘ তৈরি হবে। তার জেরেই হবে বৃষ্টি ।

প্রসঙ্গত উল্লেখ্য, চলতি সপ্তাহেই রাজ্যে ঘূর্ণিঝড় জাওয়াদের ফলে গত ৬ ও ৭ ডিসেম্বর দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টি হয়। প্রভাব পড়ে অন্ধ্র-ওড়িশা উপকূলেও। যদিও পরবর্তী সময় ঘূর্ণিঝড়টি চরিত্র বদল করে গভীর নিম্নচাপে পরিণত হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *