আজ খবর ডেস্ক- তৃতীয়বারের মত করোনা আক্রান্ত হলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। তবে এবার একা নয়, সঙ্গে আক্রান্ত হয়েছেন তাঁর বাবা, স্ত্রী ও এক কর্মী। আজ নিজেই টুইট করে সেই খবর জানিয়েছেন বাবুল সুপ্রিয়।

তিনি লেখেন, “এই নিয়ে তৃতীয়বারের মত করোনা পজিটিভ হয়েছি। ২০ নভেম্বর প্রথমবার করোনা পজিটিভ হয়েছিলাম। তখন মা’কে হারিয়েছি। কোনও ভাবে বাবাকে বাঁচিয়ে ফিরিয়ে আনি। এরপর ২১ এপ্রিল ফের করোনা আক্রান্ত হই।”

সেই সঙ্গেই নিজের টুইটে তিনি জানান, তাঁর বাবার বয়স ৮৪ বছর। বয়স বেশি হওয়ায় তাঁকে এই সময় ককটেল ডোজ দেওয়ার প্রয়োজন। কিন্তু ককটেল ডোজের দাম প্রায় ৬১ হাজার টাকা। বাবুলকে নিজের বাবার প্রাণ বাঁচাতে তখনই ওই দামী ডোজ কিনতে হয় । কিন্তু এত দাম দিয়ে গরীব মানুষেরা কীভাবে ককটেল ডোজ কিনবেন? টুইটে সেই নিয়েই উদ্বেগ প্রকাশ করেন সদ্য তৃণমূল কংগ্রেসে যোগদানকারী এই নেতা।

প্রসঙ্গত, কেন্দ্রীয় মন্ত্রিসভার সম্প্রসারণের সময় বিজেপির অধীনে মন্ত্রিত্ব খুইয়ে ছিলেন বাবুল সুপ্রিয়। এরপর দলের সঙ্গে মনোমালিন্যের জেরে ছেড়ে দেন গেরুয়া শিবির। তার ঠিক কিছুদিন পরই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে পতাকা তুলে নিয়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেন তিনি।

তবে শুধু এই তারকা রাজনীতিবিদই নন, এই তালিকায় নাম রয়েছে বহু হেভিওয়েটের। করোনায় আক্রান্ত তৃণমূলের নেতা কুণাল ঘোষ , মন্ত্রী অরূপ বিশ্বাস, মেয়র ফিরহাদ হাকিম সহ একাধিক নেতৃত্ব। এছাড়াও, দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল, এবং কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীও সম্প্রতি সপরিবারে করোনা আক্রান্ত হওয়ার কথা জানিয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *