আজ খবর ডেস্ক: তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল ভুটান, সিকিম সহ উত্তর বঙ্গ। বৃহস্পতিবার রাতে ঋতিমিত আতঙ্ক ছড়াল বিস্তীর্ণ এলাকায়।
ভুটান লাগোয়া পশ্চিমবঙ্গের ৫ জেলায় অনুভূত হয়েছে এই ভূমিকম্প।
ভূমিকম্প অনুভূত হল উত্তর পূর্ব ভারতের আরও ৬ রাজ্যে।

এমনকি, পাশের রাষ্ট্র নেপালেও অনুভূত হয় ভূমিকম্পের রেশ। ভারতীয় সময় রাত ৮টা ১৬ নাগাদ ভূমিকম্প হয়। ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিমি নিচে ছিল এর উৎসস্থল। উপকেন্দ্র, আসামের শনিতপুর। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.২।

ভুটান পাহাড় লাগোয়া ধ্বস প্রবণ এলাকায় জীবন হানি এড়াতে বন্ধ করে দেওয়া হল যান চলাচল।


আফটার শকের আতঙ্কে ভুটানের পাহাড় বাসীদের সতর্ক করতে গুম্ফাগুলিতে বাজানো হচ্ছে বিপদ ঘণ্টা। জানাচ্ছে সংবাদ সংস্থা।
সচরাচর বর্ষার মরশুমে পাহাড়ে ধ্বস নামে। কিন্তু হঠাৎ হওয়া ভূমিকম্পের ফলে বিস্তীর্ণ এলাকায় ধ্বসের কারণে ক্ষয় ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *