আজ খবর ডেস্ক- একই পরিবারের মধ্যে যৌন সম্পর্ক ! তাও আবার ভাই-বোন বা বাবা – মেয়ের প্রণয় ! এই ধরনের যে কোন ঘটনা এবার সরকারি উদ্যোগে নিষিদ্ধ করা হল।

শিশু সুরক্ষা দপ্তরের মন্ত্রী জানিয়েছেন, আত্মীয়দের মধ্যে কোন যৌন সম্পর্কের প্রমাণ মিললে তা অপরাধ বলে গণ্য করা হবে। যদি তা প্রাপ্ত বয়স্কদের মধেও হয়, তাতেও সেটি অপরাধ হিসেবে গণ্য করা হবে।

বর্তমানে একই পরিবারের দুই সদস্যের মধ্যে যৌন সম্পর্কের বিষয়টির আইনি মান্যতা রয়েছে। তবে এবার বিষয়টিকে কঠোর হাতে দমন করতে মরিয়া ফ্রান্স সরকার।

AFP সংবাদ সংস্থার সূত্রে জানা গিয়েছে, বর্তমানে কার্যকরী এই সংক্রান্ত আইনকে সংশোধন করতে চায় সরকার। সরকার পক্ষের দাবি, এই ধরনের সম্পর্ক সামাজিক অবক্ষয় ডেকে আনতে পারে। সরকারের এই পদক্ষেপকে ইতিমধ্যেই স্বাগত জানিয়েছেন, শিশু অধিকার সুরক্ষা নিয়ে কাজ করা সেখানকার স্বেচ্ছাসেবী সংস্থাগুলি।

শীঘ্রই এই সংশোধিত আইন প্রণয়ন করবে ফ্রান্স। প্রসঙ্গত, গত বছর ধর্ষণবিরোধী আইনেও গুরত্বপূর্ন সংশোধন করেছিল ফ্রান্স।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *