আজ খবর ডেস্ক : নতুন বছরের শুরুতেই মাইলস্টোন বাংলাদেশ ক্রিকেটে। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে শেষমেষ নিউজিল্যান্ডের মাটিতে কিউয়িদের বিরুদ্ধে প্রথম জয় হাসিল করল বাংলাদেশ। মমিনুল হকের নেতৃত্বে দল বুধবার মাউন্ট মাউনগানুইয়ে দুই ম্যাচের সিরিজের প্রথম টেস্টে, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ন নিউজিল্যান্ডকে ৮ উইকেটে হারিয়ে অপ্রত্যাশিত জয় ছিনিয়ে নিল।

এর আগে ৫ উইকেটে ১৪৭ রানে চতুর্থ দিনের খেলা সমাপ্ত করেছিল নিউজিল্যান্ড। মাউন্ট মুঙ্গানুইয়ের বে ওভালে বুধবার (৫ জানুয়ারি) পঞ্চম ও শেষ দিনে সকালের সেশনে ১০.৪ ওভারে মাত্র ২২ রান তুলতেই বাকি ৫ উইকেট হারিয়ে ১৬৯ রানে অলআউট হয় টম লাথামের দল। ফলে জয়ের জন্য বাংলাদেশের আর মাত্র ৪০ রান দরকার থাকে।

এত কম লক্ষ নিয়ে খেলতে নেমে সহজেই ১৬.৫ ওভারে ২ উইকেট হারিয়ে দাপুটে জয়ের উদযাপনে মেতে ওঠে বাংলাদেশ। ফলত নিউজিল্যান্ডের মাটিতে সব ফরম্যাট মিলিয়ে টানা ৩২ টি ম্যাচের শেষে জয়ের মুখ দেখল বাংলাদেশ।

প্রসঙ্গত, ২০০১ সাল থেকে বাংলাদেশ নিউজিল্যান্ড সফর করছে। মাউন্ট মাউনগানুইয়ে টেস্টের আগে তারা সব ফরম্যাট মিলিয়ে ৩২টি ম্যাচ খেলেছে এবং সবকটিতেই পরাজিত হয়েছে। ১৬ বারের চেষ্টার পর শেষ পর্যন্ত নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ফরম্যাটে প্রথম জয় পেল সবুজ বাহিনী।

প্রথম ইনিংসে দুরন্ত ব্যাটিংয়ের যুগ্ম প্রচেষ্টায় এবং দ্বিতীয় ইনিংসে এবাদত হোসেনের ৬ উইকেট ছিনিয়ে নেওয়ার পরই জয় নিশ্চিত হয়ে যায় বাংলাদেশের। তবে দলের এক নম্বর অলরাউন্ডার সাকিব আল হাসানের অনুপস্থিতির সত্ত্বেও বাংলাদেশ এই জয়লাভ নিঃসন্দেহে স্মরণীয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *