আজ খবর ডেস্ক- কোথায় বীরভূমের একটি ছোট্ট গ্রাম আর কোথায় কলকাতা! মাঝে হাইফেনের মত সোশাল মিডিয়া। ব্যাস, আর কী চাই? এতেই স্বপ্ন পূরণ।
এমন ঘটনা রোজ ঘটে না। তবে ঘটেই যখন গেছে, তখন সেই গল্প খুলেই বলা যাক।

বীরভূমের গড়গড়ি গ্রামের মেয়ে সোনামণি রুজ। এই মেয়ের শয়নে-স্বপনে-জাগরণে শুধুই প্রসেনজিৎ। মানে, সকলের “বুম্বাদা”।
এই গ্রামে ঘুরে ফিরে আসেন গায়ক শিলাজিৎ। তাঁর সঙ্গে দাদা আর বোনের সম্পর্ক সোনামণির। বিশেষ ক্ষমতাসম্পন্ন এই মেয়ে নাকি তার গায়ক দাদার কাছে আগেও বহু বার অনুরোধ জানিয়েছিল। একটি বার যদি কোনও ভাবে “বুম্বাদা”কে তাঁর সামনে এনে দিতে পারেন। সেএকটু ছুঁয়ে দেখবে তার স্বপ্নের নায়ককে!

শিলাজিৎ তাঁর ফেসবুক ভিডিওতে জানিয়েছেন,”বুম্বাদা, আমার কথা ও শুনতে চায় না। তোমাকে ছুঁতে চায়। এবার তুমিই কিছু কর”।
রবিবার নিজের ফেসবুক পেজে সোনামণিকে নিয়ে একটি ভিডিয়ো পোস্ট করেন শিলাজিৎ। গ্রামতুতো বোনের বার্তা তার বুম্বাদার কাছে পৌঁছে দিতে।
কথায় জড়তা। শারীরিক সমস্যা রয়েছে। সোনামণি সেই ভিডিওতে নিজের আবদার জানিয়েছে প্রসেনজিৎকে। বলেছে, “তুমি আমাদের গ্রামে এস”।

সোনামণির সকাতর অনুনয়ে হৃদয় গলেছে প্রসেনজিতের। নিজের ফেসবুক পেজে পাল্টা ভিডিও পোস্ট করেছেন এই অভিনেতা।
কী বলেছেন সেখানে? কথা দিয়েছেন, করোনা কমলেই তিনি এক দিন যাবেন শিলাজিতের গ্রামে। সোনামণির সঙ্গে দেখাও করবেন। কিছুটা সময় কাটাবেন তাঁর সঙ্গে। তাঁর দাবি, আজও বাংলার মানুষ এ ভাবে ভালবাসেন বলেই তিনি কাজ করে যেতে পারছেন।

একদিকে ভক্তের আকুলতা। আরেকদিকে স্বপ্নের নায়কের এহেন বার্তা, ভালবাসায় সাড়া দেওয়া। আপাতত এই নিয়ে মশগুল নেট দুনিয়া।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *