আজ খবর ডেস্ক : কলকাতা হাইকোর্টের সুপারিশ মেনেই শেষ পর্যন্ত এসএসসি-র চেয়ারম্যান বদল৷ শুভশঙ্কর সরকারের জায়গায় নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করছেন সিদ্ধার্থ মজুমদার৷ তিনি বর্তমানে সিটি কলেজের কর্মরত অধ্যাপক৷

এসএলএসটি-র নবম ও দশম শ্রেণির শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম নিয়ে দীর্ঘদিন ধরে উচ্চ আদালতে চলছে মামলা। সেই মামলার শুনানিতে সোমবার এসএসসি-র বর্তমান চেয়ারম্যান শুভশঙ্কর সরকারের ভূমিকাকে ঘিরে তীব্র অসন্তোষ প্রকাশ করে কলকাতা হাইকোর্ট৷ শুনানি চলাকালীন চেয়ারম্যানের যোগ্যতা নিয়েও প্রশ্ন তোলা হয়। এরপর তাঁকে অপসারণের জন্য রাজ্য সরকারের কাছে সুপারিশ করেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়৷ সেই সঙ্গে এসএসসি-র চেয়ারম্যানকে ২০ হাজার টাকা জরিমানা দেওয়ার নির্দেশও দেয় আদালত৷

সেই সঙ্গে চেয়ারম্যানের গাফিলতি ও আদালতের সুপারিশ সম্পর্কে রাজ্যের মুখ্যসচিবকে অবগত করার জন্য হাইকোর্টের রেজিস্ট্রারকেও নির্দেশ দেন বিচারপতি৷ এই নির্দেশের পরই এসএসসি-র চেয়ারম্যান বদল নিয়ে তৎপর হয় রাজ্য সরকার৷ রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও বিষয়টি নিয়ে একটি উচ্চ পর্যায়ের বৈঠক করেন৷ সেই বৈঠকে নতুন চেয়ারম্যান হিসেবে সিদ্ধার্থ মজুমদারকে বেছে নেওয়া হয়৷

এই চেয়ারম্যান বদল নিয়ে প্রতিক্রিয়া জানতে আজ খবরের তরফ থেকে আন্দোলনরত শিক্ষা পদপ্রার্থী সুদীপ মণ্ডলের সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি আজ খবরকে জানান, “এই চেয়ারম্যান বদল করে কি সমস্যার সমাধান হবে? ২০১৬ সালে এসএলএসটি হয়েছে , ২০১৬ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত একটা নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হল না । অথচ চার চারটে চেয়ারম্যান বদল হয়ে গেল… দুজন শিক্ষামন্ত্রী বদল হয়ে গেল তাতেও সমস্যার সমাধান হল না। তাই আমাদের প্রশ্ন , যেখানে রাজ্য সরকার এই সমস্যা সমাধানের জন্য হস্তক্ষেপ করে না, সেই ক্ষেত্রে শুধু চেয়ারম্যান বদল করে কি দুর্নীতি রোখা সম্ভব ? “

আদালতের নির্দেশ নিয়ে প্রতিক্রিয়া জানতে চাওয়ায় সুদীপ বাবু আজ খবরকে জানান, আদালত যে নির্দেশ দিয়েছে , তা তথ্য প্রমাণের উপর ভিত্তি করে করেছে.. সেই জন্য মহামান্য আদালতের কাছে আমরা কৃতজ্ঞ.. কিন্তু হাইকোর্টের কাছে আমরা আর্জি রাখব যেন, এই দুর্নীতি প্রসঙ্গে সার্বিক নিয়োগ নিয়ে যেন কমিশনকে তলব করা হয় আর যেন মেধাতালিকাভুক্তদের নিয়োগের জন্য রায় প্রকাশ করা হয়।”সেই সঙ্গে শিক্ষক নিয়োগের আন্দোলনকে আগামীদিনে ” ধর্ণার পাশাপাশি , পথে নেমে, উগ্র চরম পন্থীপথে রাজনৈতিক ভাবে পরিচালিত করা হবে” বলে জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *