আজ খবর ডেস্ক- ভালো অনেকেই বাসতে পারে, সাহস করে হাতটা ধরতে পারে ক’জন ? – সমাজের চোখ রঙানিকে ভয় না পেয়ে ভালোবাসাকে পরিণতি দিল নাগরপুরবাসী ২ বাঙালি মহিলা চিকিৎসক।

সারাজীবন একে অপরের সঙ্গে থাকার প্রতিজ্ঞা নিয়েই গত সপ্তাহে নাগপুরে ‘আংটি বদল’ অনুষ্ঠান সেরে ফেলেছেন দুই বাঙালি মহিলা চিকিৎসক। নাম – পারমিতা মুখোপাধ্যায় এবং সুরভি মিত্র। নিজেদের সম্পর্ক প্রসঙ্গে পারমিতা বলেন, “এই সম্পর্কটাকে আমরা সারাজীবনের প্রতিজ্ঞা বলে থাকি। আমরা গোয়ায় বিয়ের পরিকল্পনা করছি।”

তিনি আরও বলেন, “২০১৩ সাল থেকেই আমার যৌন অভিব্যক্তির বিষয়ে বাবা জানেন। সম্প্রতি মা’কে বলার পর চমকে যান। তবে পরে রাজি হয়ে যান মা। কারণ উনি আমায় সুখী দেখতে চান।” সেই সঙ্গে তিনি জানা পরিবারের তরফ থেকে গোয়ায় মূল বিয়ের অনুষ্ঠান করার পরিকল্পনা করা হচ্ছে।

এই বিষয় নিজের মন্তব্য রাখেন সুরভিও। তিনি বলেন, “যৌন অভিব্যক্তি নিয়ে পরিবারের তরফে কখনও কোনও আপত্তি তোলা হয়নি। উলটে আমি যখন বাবা এবং মা’কে বলেছিলাম, তখন ওঁরা খুশিই হয়েছিলেন। আমি একজন মনোরোগ বিশেষজ্ঞ। অনেকেই আমায় দ্বৈত জীবনযাপনের কথা বলেন। যাঁরা নিজেদের বিষয়ে মুখ খুলতে পারেন না।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *