আজ খবর ডেস্ক- ৪ পৌর নিগমের নির্বাচনে ভোটারদের নিরাপত্তা সুনিশ্চিত করতে তৎপর কলকাতা হাইকোর্ট।
কেন্দ্রীয় বাহিনীর নজরদারিতে ভোট হবে কিনা ,সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে রাজ্য নির্বাচন কমিশন। রাজ্য প্রশাসনের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবে কমিশন। রাজ্য পুলিশের ডিজি,আইজি ও প্রশাসনের কর্তাদের দের সঙ্গে বৈঠক করে ১২ ঘণ্টার মধ্যে নিজেদের সিদ্ধান্ত জানাবার নির্দেশ দিয়েছে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। এদিন হাইকোর্টের নির্দেশে আরও বলা হয়েছে, যদি কেন্দ্রীয় বাহিনীর নজরদারিতে ভোট না হয় সেক্ষেত্রে পুরভোটে অশান্তি নিয়ন্ত্রণের দায়িত্ব কমিশনের।ভোট কর্মীদেরও নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে কমিশনকে। অশান্তি হলে তার সব দায় নিতে হবে রাজ্য নির্বাচন কমিশনারকে। তার বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলাও রুজু করতে পারে আদালত।

২০১৫ সালে পুরভোটে বিস্তর অশান্তি হয়েছিল একাধিক জায়গায় সবচেয়ে বেশি অশান্তি হয়েছিল বিধাননগরে।এবার যাতে তার পুনরাবৃত্তি না হয় তারজন্য কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানোর আর্জি জানিয়েছিলেন বিজেপি নেতা প্রতাপ বন্দোপাধ্যায়। এদিন সেই মামলায় নিজেদের পর্যবেক্ষণ দিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *