আজ খবর ডেস্ক- ইউক্রেনে আটকে পড়া ভারতীয়দের নিরাপদে ফিরিয়ে আনতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগেও একই ইস্যুতে কেন্দ্রের ওপর চাপ সৃষ্টি করেছে তৃণমূল ।

সূত্রের খবর, সেই চিঠিতে ভারতের মর্যাদা আন্তর্জাতিক ক্ষেত্রে যাতে অক্ষুন্ন থাকে সে ব্যাপারেও লিখেছেন মুখ্যমন্ত্রী। তিনি আরও লেখেন, দেশের অবস্থান যুদ্ধবিরোধী তা স্পষ্ট। দেশের ভূমিকা বরাবরের মতোই আন্তর্জাতিক শান্তিরক্ষায় নিযুক্ত থাকুক। একই সঙ্গে তিনি লিখেছেন, যে সকল ভারতীয়রা ইউক্রেনে আটকে আছেন তাদের দেশে ফিরিয়ে আনার জন্য কেন্দ্রীয় সরকারের উদ্যোগের পাশেই থাকবে রাজ্য।

মমতা প্রধানমন্ত্রীর কাছে সর্বদল বৈঠক ডাকার আর্জিও জানিয়েছেন সেই চিঠিতে। ইউক্রেনে যে ভয়ংকর পরিস্থিতি হয়ে উঠেছে, তার পরিপ্রক্ষিতে ভারতের অবস্থান কেমন হওয়া উচিত তা নিয়ে আলোচনা করা উচিত বলে দাবি করেন মুখ্যমন্ত্রী।

পাশাপাশি তিনি আরও জানিয়েছেন যে এই পরিস্থিতিতে রাজনৈতিক বিরোধিতা ভুলে সব দলকে একসঙ্গে হতে হবে। বিশ্বের দরবারে ভারত যাতে মাথা উঁচু করে থাকতে পারে তা নিশ্চিত করতে হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *