আজ খবর ডেস্ক- বুধবার একটি বিজ্ঞপ্তি জারি করে রাজ্য নির্বাচন কমিশন জানায় যে ২ মার্চ বকেয়া ১০৮ টি পুরসভার ভোট গণনা হবে। প্রসঙ্গত উল্লেখ্য, ২৭ ফেব্রুয়ারি নির্বাচনের দিন আগেই ঘোষণা করেছিল রাজ্য নির্বাচন কমিশন। কিন্তু গণনার তারিখ ঘোষণা না করায় জল্পনার সৃষ্টি হয়েছিল। বিরোধীদের দাবি ছিল, ভোট গণনা এবং ভোট গ্রহণের মাঝে অন্তত দুদিন সময় যেন দেওয়া হয়। এর মধ্যে একদিন স্ক্রুটিনি এবং একদিন পুর্ননির্বাচনের জন্য নির্ধারিত রাখার দাবি জানিয়েছিল বিরোধীরা।

এবার গণনার আগে দুদিন সময় দেওয়ায় বিরোধীদের দাবী কিছুটা মানা হল বলে মনে করছে রাজনৈতিক মহল। নির্বাচন কমিশন সূত্রে অবশ্য খবর, রাজ্যের একটি বড় অংশ জুড়ে এই পুরভোট হবে। ভিন্ন ভিন্ন জায়গা থেকে অভিযোগ আসতে পারে। ফলে রাতারাতি স্ক্রুটিনি করা সম্ভব হবে না এবং এর জন্যে অন্তত একদিন সময় লাগবে। এরই পরিপ্রেক্ষিতে হাতে স্ক্রুটিনি ছাড়াও পুনর্নির্বাচনের জন্য অতিরিক্ত একদিন রাখা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *