আজ খবর ডেস্ক- বসন্ত পঞ্চমী এবং সরস্বতী পুজো উপলক্ষে দেশবাসী এবং রাজ্যবাসীর উদ্দেশ্যে শুভেচ্ছা বার্তা দিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মোদী টুইটারে লেখেন, ‘সবাইকে বসন্ত পঞ্চমী ও সরস্বতী পূজার শুভেচ্ছা। মা শারদার আশীর্বাদ সকলের সঙ্গে থাকুক এবং ঋতুরাজ বসন্ত সবার জীবনে আনন্দ বয়ে আনুক।’

পশ্চিমবঙ্গে আপাতত করোনা পরিস্থিতি একটু স্থিতিশীল। সরকারি নির্দেশ অনুযায়ী, ৩ ফেব্রুয়ারি থেকে চালু হয়েছে স্কুল। তাই অনেক দিন পর বন্ধুদের সঙ্গে দেখা, পুষ্পাঞ্জলী দেওয়া, পুজোর কাজ ভাগ করে নেওয়া, এই সব খুশিতেই মেতে উঠেছে পড়ুয়ারা।

যদিও, সরস্বতী পুজোর দিন বাজার আগুন। ফল থেকে সবজি, সব কিছুরই চড়া দাম। সরস্বতী পুজোয় দাম বেড়েছে ফুলের বাজারেও।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *