আজ খবর ডেস্ক- ৫ রাজ্যে বিধানসভা ভোটের ঠিক আগে পেশ হল কেন্দ্রীয় বাজেট। কী কমল, কী বাড়ল? জেনে নিন এক ঝলকে।

দেশ জুড়ে চালু হতে চলেছে ৫জি পরিষেবা। প্রধানমন্ত্রীর ডিজিটাল ভারতের(digital India) দিকে আরেক ধাপ। অর্থমন্ত্রী নির্মলা সিতারমন(nirmala sitaraman) জানালেন,
সস্তা হচ্ছে মোবাইল ফোন, চার্জার।
২০২২-২৩ এর মধ্যে ৫জি মোবাইল পরিষেবা চালু হবে। ২০২৫-এর মধ্যে সব গ্রামে অপটিক্যাল ফাইবারের পরিকল্পনা।

সস্তা হচ্ছে জুতো, হিরের গয়না, পোশাক ও চামড়াজাত দ্রব্য।
যা নিয়ে ইতিমধ্যেই কটাক্ষ করেছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও ব্রায়েন(Derek O Brian)।

আয়কর কাঠামোয় কোনও বদল নেই। একই থাকছে ব্যক্তিগত কর কাঠামো। ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রীর।
যদিও আয়করে ছাড় দেওয়া হচ্ছে পেনশনভোগীদের।

বিশেষ ভাবে সক্ষমদের জন্য করছাড়ের পরিমাণ বাড়ানো হচ্ছে।
ডিজিটাল সম্পত্তির লেনদেনে ৩০ শতাংশ আয়কর।

জাতীয় পেনশন প্রকল্পে মিলবে করছাড়।
জাতীয় পেনশন প্রকল্পে করছাড় বেড়ে হল ১৪ শতাংশ।  
সারচার্জ কমল

কো-অপারেটিভগুলির।
কো-অপারেটিভগুলির সারচার্জ ১২ শতাংশ থেকে কমে হল ৭ শতাংশ।

কর্পোরেট কর কমল
কর্পোরেট কর ১৮ শতাংশ থেকে কমে ১৫ শতাংশ হল।

কৃষিক্ষেত্রে উৎপাদনশীলতা বৃদ্ধিতে নজর
সাম্প্রতিক সময়ে কৃষক আন্দোলন এক উল্লেখযোগ্য ঘটনা। গোটা দেশের কাছে প্রশ্ন ছিল, মোদি সরকার ঠিক কতটা কৃষক দরদী? বিশেষ ফ্যাক্টর, পাঞ্জাব ও উত্তর ভোট।
কৃষকদের কাছে উন্নতমানের গবেষণা পৌঁছে দিতে নতুন প্রকল্প। কৃষিক্ষেত্রে উৎপাদনশীলতা বাড়াতে বিশেষ নজর দেওয়া হচ্ছে। এছাড়াও
ন্যূনতম সহায়ক মূল্যের অধীনে ফসল কেনায় বরাদ্দ করা হল।
ন্যূনতম সহায়ক মূল্যের অধীনে ফসল কেনার জন্য ২লক্ষ ৩৭ হাজার কোটি টাকা বরাদ্দ হচ্ছে।

আপডেট রিটার্ন ফাইল
করদাতারা ২ বছরের মধ্যে আপডেট রিটার্ন ফাইল করতে পারেন। ভুল সংশোধন করে ২ বছরের মধ্যে এই আপডেট রিটার্ন ফাইল করতে পারবেন করদাতারা।

প্রত্যক্ষ কর ব্যবস্থার সংস্কার
প্রত্যক্ষ কর ব্যবস্থার সংস্কার করা হবে বলে ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।

ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের ঋণের সুবিধা
১০ লক্ষ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ী ঋণের সুবিধা পাবেন।

ডিজিটাল মুদ্রা চালু
আরবিআই-এর(RBI) অধীনে ডিজিটাল মুদ্রা চালু করা হবে। ক্রিপ্টোকারেন্সির মতো ব্লকচেন পদ্ধতিতে এই মুদ্রা লেনদেনের তথ্য রাখা হবে।

৮টি ভাষায় জমি রেকর্ডের নথি
সমস্ত সরকারি ক্রয়ের জন্য অনলাইন ই-বিল-এর সুবিধা। ৮টি ভাষায় জমি রেকর্ডের নথি রাখা হবে, ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রীর। 

সমস্ত সরকারি ক্রয়ের জন্য অনলাইন ই-বিল-এর সুবিধা। ৮টি ভাষায় জমি রেকর্ডের নথি রাখা হবে, ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রীর।

এসইজেড-এর জন্য নতুন আইন
বিশেষ অর্থনৈতিক অঞ্চল (এসইজেড)-এর(SEZ) জন্য নতুন আইন আনা হবে।

‘ই-পাসপোর্ট’ ইস্যু
‘গ্রিন ক্লিয়ারেন্স’ পোর্টালের পরিধি বাড়ানো হবে। ‘ই-পাসপোর্ট’ ইস্যু করা হবে ২০২২-২৩ অর্থবর্ষে। নগর পরিকল্পনার জন্য উচ্চ-পর্যায়ের কমিটি তৈরি করা হবে।

দেড় লক্ষ পোস্ট অফিসকে কোর ব্যাঙ্কিংয়ের সঙ্গে সংযুক্তি
২০২২-এ প্রতিটি পোস্ট অফিস কোর ব্যাঙ্কিং করতে পারবে। দেড় লক্ষ পোস্ট অফিসকে ব্যাঙ্কিং ব্যবস্থার অধীন আনা হল। এই পোস্ট অফিসগুলিতে নেট ব্যাঙ্কিং, অনলাইন ব্যাঙ্কিং, এটিএমের সুবিধা পাওয়া যাবে। 

৮০ লক্ষ পরিবারের বাড়ি পিএম আবাস যোজনায়
প্রধানমন্ত্রী আবাস যোজনায় ২০২২-২৩-এ বাড়ি পাবেন ৮০ লক্ষ পরিবার। এর জন্য রাজ্য সরকারগুলির সঙ্গে যৌথ ভাবে করা হবে। প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে ২০২২-২৪ এর জন্য ৬০ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

উত্তর-পূর্ব ভারতের উন্নয়নে অর্থ বরাদ্দ
উত্তর-পূর্ব ভারতের উন্নয়নের জন্য ১,৫০০ কোটি টাকা বরাদ্দ করা হবে বলে ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রীর।

৭৫টি জেলায় ডিজিটাল ব্যাঙ্কিং ইউনিট
দেশের ৭৫টি জেলায় ৭৫টি ডিজিটাল ব্যাঙ্কিং ইউনিট করা হবে।

করোনাকালে নজরে মানসিক স্বাস্থ্য, দেশজুড়ে টেলি মেন্টাল হেল্প সেন্টার খোলার ঘোষণা বাজেটে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *