আজ খবর ডেস্ক- ইউক্রেইনে আটক ভারতীয়দের নিরাপদে ফিরিয়ে আনতে প্রধানমন্ত্রী ‘অপারেশন গঙ্গা’ শুরু করেছেন ইতিমধ্যেই। বুধবার প্রকাশিত, ইউক্রেইনের ভারতীয় দূতাবাসের নির্দেশিকায় বলা হয়েছে যে, অবিলম্বে খারকিভ ছেড়ে দিতে হবে ভারতীয় নাগরিকদের, কারণ রুশ বাহিনী খারকিভ আক্রমণ করেছে।

এদিকে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির টেলিফোনে বার্তালাপের পর জারি করা এক রিডআউটে রাশিয়ার পক্ষ একটি তথ্য প্রকাশ করা হয়েছে।

সেই তথ্য অনুযায়ী রাশিয়া দাবী করে যে, ভারতীয় ছাত্রছাত্রীদের ইউক্রেন ‘পণবন্দি’ করে রেখেছে, এবং মানব ঢাল হিসেবে ব্যবহার করছে। রুশ প্রেসিডেন্ট জরুরি ভিত্তিতে ওই সকল ভারতীয়দের রণক্ষেত্র থেকে নিরাপদে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় সমস্ত নির্দেশ দিয়েছেন।

প্রধানমন্ত্রী মোদি এবং রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে কথোপকথন ছাড়াও এ বিষয়ে দেশের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ইউক্রেনের পরিস্থিতি নিয়ে ইউ (EU)-এর বিদেশ বিষয়ক উচ্চ প্রতিনিধি জোসেপ বোরেল , ফরাসি বিদেশমন্ত্রী জিন-ইভেস লে ড্রিয়ান এবং এস্তোনিয়ার দেশমন্ত্রী ইভা-মারিয়া লিমেটসের সঙ্গে আলোচনা করেছেন।

একটি টুইট বার্তার মাধ্যমে জয়শঙ্কর জানান যে, ইউক্রেনের পরিস্থিতি নিয়ে সকলের সঙ্গে আলোচনা করা হয়েছে। ভারতের অবস্থান পুনর্ব্যক্ত করে বলা হয়েছে যে, কূটনীতি এবং আলোচনার মাধ্যমেই সমাধান সম্ভব এবং জরুরি ভিত্তিতে হিংসা বন্ধ করে হোক।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *