আজ খবর ডেস্ক- ইনস্টাগ্রাম কর্তৃপক্ষের তরফ থেকে IGTV বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হল । তবে কেন এমন সিদ্ধান্ত ?? জানা গেছে চলতি মাস থেকেই ইনস্টাগ্রাম থেকে বিচ্ছিন্ন হতে চলেছে IGTV।

অনায়াসেই IGTV প্ল্যাটফর্মে বেশি দৈর্ঘ্যের ভিডিও শেয়ার করা যায় আর সেই সুবিধা থেকে বঞ্চিত হতে চলেছে ইনস্টাগ্রাম ইউজাররা । রান্নার রেসিপি থেকে ছবির ট্রেলার সমস্ত ভিডিও অনায়াসেই দেখা যায় এই প্ল্যাটফর্মে । তাহলে কেন এমন সিদ্ধান্ত ??

সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে যে, IGTV এর অনুপস্থিতে ইউজারদের পক্ষে ইনস্টাগ্রামের ফিচারগুলি বোঝা ও ব্যবহার করা আরও সহজ হয়ে যাবে। জানা গেছে , ইনস্টাগ্রাম অ্যাপের ভিডিওই আরও উন্নততর করার দিকে নজর দেওয়া হবে।

তবে প্রসঙ্গত ২০১৮ সালে ইউটিউবকে টেক্কা দিতে IGTV ইনস্টাগ্রামের সাথে জুড়ে ছিল । আর সেই কারণেই বেশি দীর্ঘ সময়ের ভিডিও শেয়ার করা যেত এই প্লাটফর্মের মাধ্যমে । কিন্তু সম্প্রতি ইনস্টাগ্রাম reels জনপ্রিয় হয়ে ওঠায় ইনস্টাগ্রাম IGTV কে ভুলে reels এর দিকে মনোযোগ দিতে চায় ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *